প্রকাশের সময় :
০২:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
৯৩৬
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ৮ অক্টোবর ২০২৩ :
নওগাঁর রাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ অক্টোবর) সকাল ১০টায় মহাবিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ওই মহাবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বাবলু সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে অধ্যক্ষ জি.এম.মাসুদ রানা জুয়েল, শিক্ষক সেকেন্দার আলী, নুরুল ইসলাম, মাহাবর রহমান, সালাউদ্দীন, আব্দুল বাছেদ, ওমর ফারুক, ইসরাত জাহান শিমুল, আবদুর রহমান রাজুসহ মহাবিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয় এবং ক্লাসের উদ্বোধন করা হয়।