অফিসার্স ক্লাবের আয়োজনে রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) হাফিজুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা ফারজানা হক, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা পারভীন প্রমুখ।
অনুষ্ঠানে রাণীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোঃ ওহেদুল ইসলাম মিলন, সহ-সভাপতি কাজী আনিছুর রহমান, সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদ, কোষাধ্যক্ষ শাহাজুল ইসলাম, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম, হারুনূর রশিদ, অরুন বোস, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য আওরঙ্গজেব হোসেন রাব্বী মনোরঞ্জন, শাহীন।
উল্লেখ্য, গত ২৭ আগষ্ট জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে তার টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলির আদেশ হয়।#