
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৫ ফেব্রুয়ারী ২০২১ :
নওগাঁর রাণীনগরে প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর দেয়ার নামে নাছিমা বিবি নামে এক হতদরিদ্রের কাছ থেকে ৬০হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দেয়া হয়েছে।
লিখিত অভিযোগে উপজেলার খলিশাকুড়ি গ্রামের হতদরিদ্র নাসিমা বিবি দাবি করেন যে, তিন বছর আগে তার নামে ঘর বরাদ্দের জন্য কর্মকর্তাদের ম্যানেজ করার নামে তার প্রতিবেসী রাসেল ও তার বাবা ৬০হাজার টাকা নেয়। কিন্তু ঘর দিতে ব্যর্থ হওয়ায় সে টাকা ফেরৎ চাইলে তারা টালবাহানা শুরু করে। এব্যাপারে গ্রামে শালিস বৈঠক ডাকলেও তারা বৈঠকে উপস্থিত হয়নি। নিরুপায় হয়ে রোববার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দেন।
নাছিমা বিবির ছেলে নয়ন বলেন, ‘আমরা গ্রামের অত্যন্ত গরীব মানুষ। আমাদের জায়গা জমি নাই। তাই রাসেল ও তার বাবার সরল কথায় হাঁস-মুরগি, গরু-ছাগল বিক্রি করে ৬০হাজার টাকা দিয়েছি। এরপর থেকে ঘর দিবো-দিচ্ছি বলে তিন বছর পার হয়ে গেল।’
খলিশাকুড়ি গ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা গ্রামে বৈঠকের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান করার চেষ্টা করেছিলাম। কিন্তু রাসেল ও তার বাবা বৈঠকে উপস্থিত না হওয়ায় সমাধান করা যায়নি।’
অভিযুক্ত রাসেল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নাছিমার ছেলে নয়নের সাথে আমার দ্বন্দ্বের জেরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ করেছে। তাছাড়া আমিতো মেম্বার নই, চেয়ারম্যানও নই, আমি কেন টাকা নিতে যাবো।
উপজেলা নির্বাহী অফিসার আল মামুন বলেন, ‘ঘর দেয়ার নামে টাকা নেয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’#