মহাদেবপুর দর্পণ, রায়হান আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, নওগাঁ, ২৪ জানুয়ারী ২০২১ :
নওগাঁর রাণীনগর মহিলা কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলামকে তার স্বপদে পুন:র্বহাল করা হয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দীর্ঘ ২ বছর ৪ মাস ১৪ দিন তাকে বরখাস্ত করে রাখা হয়েছিল। সুষ্ঠু তদন্ত শেষে তাকে নির্দোষ ঘোষণা করে গত ২০ জানুয়ারী তাকে স্বপদে ফিরিয়ে নেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর কলেজের উপাধাক্ষ্য চন্দন কুমার মহন্তের যোগসাজসে কলেজের তৎকালীন সভাপতি প্রয়াত এমপি ইসরাফিল আলম মিথ্যা অভিযোগে অধ্যক্ষ মিরাজুল ইসলামকে প্রথমে সাময়িক বরখাস্ত করে চন্দন কুমার মহন্তকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন। পরে তাকে স্থায়ী বরখাস্ত করা হয়।
এমপি ইসরাফিল আলমের মৃত্যুর পর উপ-নির্বাচনে আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল এমপি নির্বাচিত হন। তাঁর নির্দেশে কলেজ কর্তৃপক্ষকে অভিযোগের বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিলে কর্তৃপক্ষ চন্দন কুমারকে সরিয়ে মঞ্জুয়ারা খাতুনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন।
তার নেতৃত্বে তদন্তে মিরাজুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। এর প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় গত ১৭ জানুয়ারী মিরাজুল ইসলামকে তার স্বপদে পুন:র্বহালের নির্দেশ দিলে কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আল মামুন বিধি মোতাবেক তাকে পুন:র্বহাল করেন।
নিজের পদ ফিরে পেয়ে অধ্যক্ষ মিরাজুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, ‘সৎ নির্ভিক রাজনীতিক আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল এমপি আমার তথা আমার পরিবারের সম্মান বাচিয়েছেন এবং আমার প্রাপ্য মর্যাদা লোভ লালসার উর্ধে থেকে ফিরিয়ে দিয়েছেন। আমি তার প্রতি চিরকৃতজ্ঞ এবং ঋণী। আমি তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করি।’#