নওগাঁ ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

রাণীনগরে জমির মালিকানা বিরোধে সংঘর্ষে আহত ৮<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৪ জানুয়ারী ২০২১ :

রোববার দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলার ভাটকৈ গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধে মারপিটে উভয় পক্ষের নারী-পুরুষসহ ৮ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের সখিম উদ্দীন সরদারের সাথে প্রতিবেশি জিল্লুর রহমানের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে উভয় পক্ষের মহিলাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির সূত্রপাত ঘটে। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে সখিম উদ্দীন (৬০), তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০), ছেলে ময়নুল হক মিঠু (৩২) ও প্রতিবেশি রকিম উদ্দীনের স্ত্রী দেলোয়ারা বিবি (৪৮) এবং প্রতিপক্ষের মৃত কফির উদ্দীনের ছেলে জিল্লুর রহমান (৪৪) ও রহমত সরদার (৪০), জিল্লুর রহমানের স্ত্রী পারভিন আক্তার (৩৫), মেয়ে জাকিয়া আক্তার (২২) আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। ময়নুল হক মিঠুর অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সখিম উদ্দীনের জামাই জহুরুল ইসলাম জানান, জমিজমা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জিল্লুর রহমান মিঠুর হাত থেকে মোবাইলফোন ও স্বর্ণের আংটি কেরে নেয়া হয়। চাইতে গেলে তারা হামলা চালায়।

তবে মোবাইলফোন ও আংটি কেড়ে নেয়ার বিষয়টি অস্বীকার করে জিল্লুর রহমান বলেন, ‘জমির মালিকানা বিরোধ নিরশনের জন্য গত ২০ জানুয়ারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এর জের ধরে তারাই আমাদের উপর হামলা করে আহত করেছে।’

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন আকন্দ বলেন, ‘মারপিটের খবর পেয়েছি। হাসপাতালে খোঁজ খবর নেয়ার জন্য অফিসার পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।’#

আপলোডকারীর তথ্য

রাণীনগরে জমির মালিকানা বিরোধে সংঘর্ষে আহত ৮<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০২:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৪ জানুয়ারী ২০২১ :

রোববার দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলার ভাটকৈ গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধে মারপিটে উভয় পক্ষের নারী-পুরুষসহ ৮ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের সখিম উদ্দীন সরদারের সাথে প্রতিবেশি জিল্লুর রহমানের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে উভয় পক্ষের মহিলাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির সূত্রপাত ঘটে। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে সখিম উদ্দীন (৬০), তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০), ছেলে ময়নুল হক মিঠু (৩২) ও প্রতিবেশি রকিম উদ্দীনের স্ত্রী দেলোয়ারা বিবি (৪৮) এবং প্রতিপক্ষের মৃত কফির উদ্দীনের ছেলে জিল্লুর রহমান (৪৪) ও রহমত সরদার (৪০), জিল্লুর রহমানের স্ত্রী পারভিন আক্তার (৩৫), মেয়ে জাকিয়া আক্তার (২২) আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। ময়নুল হক মিঠুর অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সখিম উদ্দীনের জামাই জহুরুল ইসলাম জানান, জমিজমা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জিল্লুর রহমান মিঠুর হাত থেকে মোবাইলফোন ও স্বর্ণের আংটি কেরে নেয়া হয়। চাইতে গেলে তারা হামলা চালায়।

তবে মোবাইলফোন ও আংটি কেড়ে নেয়ার বিষয়টি অস্বীকার করে জিল্লুর রহমান বলেন, ‘জমির মালিকানা বিরোধ নিরশনের জন্য গত ২০ জানুয়ারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এর জের ধরে তারাই আমাদের উপর হামলা করে আহত করেছে।’

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন আকন্দ বলেন, ‘মারপিটের খবর পেয়েছি। হাসপাতালে খোঁজ খবর নেয়ার জন্য অফিসার পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।’#