
মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১৩ অক্টোবর ২০২০ :
“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর এবং বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করে।
দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সমাবেশে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ফরিদা বেগত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার আল মামুন এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী ইকরামুল বারী, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারি প্রকৌশলী সৈয়দ মিজানুর রহমান প্রমুখ।#