নওগাঁ ০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

দূর্নীতি : রাণীনগরে আবারও ভিজিডির দেড়টন চাল জব্দ

Spread the love

মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ২৫ সেপ্টেম্বর ২০২০ :

আবারও নওগাঁর রাণীনগর উপজেলা সদর থেকে ভিজিডির চাল পাচারের সময় হাতে নাতে ১৫০০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। কিন্তু এর সাথে জড়িতদেও কাউকে আটক করতে পারেনি প্রশাসন। হত দরিদ্রদের জন্য বরাদ্দকরা সরকারী চাল চুরি ও আত্মসাৎ ঠেকানোই যাচ্ছে না।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে রাণীনগর সদর থেকে দুটি অটো চার্জার যোগে ৫০ কেজি ওজনের ৩০ বস্তা ভিজিডির চাল পাচার করে নওগাঁ সদরের দিকে যাওয়ার সময় উপজেলা সদরের বাহাদুরপুর গ্রামের মোড়ে চালসহ ১টি চার্জার বিকল হয়ে পড়ে। বিপুল পরিমাণ চালের বস্তা দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা বস্তা খুলে দেখতে পান সরকারী চাল।

পরে স্থানীয় প্রশাসনকে খবর দিলে উপজেলা নির্বাহী অফিসার আল মামুন অভিযান চালিয়ে চাল উদ্ধার করেন। জব্দ করা চাল সদর ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়।

চার্জার চালকরা জানান, রাণীনগর বাজারের একটি দোকান থেকে নওগাঁ সদরে নিয়ে যাওয়ার জন্য দুই চার্জার ভ্যানে চালের বস্তাগুলো তুলে দেয়া হয়। #

আপলোডকারীর তথ্য

দূর্নীতি : রাণীনগরে আবারও ভিজিডির দেড়টন চাল জব্দ

প্রকাশের সময় : ০১:২৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
Spread the love

মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ২৫ সেপ্টেম্বর ২০২০ :

আবারও নওগাঁর রাণীনগর উপজেলা সদর থেকে ভিজিডির চাল পাচারের সময় হাতে নাতে ১৫০০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। কিন্তু এর সাথে জড়িতদেও কাউকে আটক করতে পারেনি প্রশাসন। হত দরিদ্রদের জন্য বরাদ্দকরা সরকারী চাল চুরি ও আত্মসাৎ ঠেকানোই যাচ্ছে না।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে রাণীনগর সদর থেকে দুটি অটো চার্জার যোগে ৫০ কেজি ওজনের ৩০ বস্তা ভিজিডির চাল পাচার করে নওগাঁ সদরের দিকে যাওয়ার সময় উপজেলা সদরের বাহাদুরপুর গ্রামের মোড়ে চালসহ ১টি চার্জার বিকল হয়ে পড়ে। বিপুল পরিমাণ চালের বস্তা দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা বস্তা খুলে দেখতে পান সরকারী চাল।

পরে স্থানীয় প্রশাসনকে খবর দিলে উপজেলা নির্বাহী অফিসার আল মামুন অভিযান চালিয়ে চাল উদ্ধার করেন। জব্দ করা চাল সদর ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়।

চার্জার চালকরা জানান, রাণীনগর বাজারের একটি দোকান থেকে নওগাঁ সদরে নিয়ে যাওয়ার জন্য দুই চার্জার ভ্যানে চালের বস্তাগুলো তুলে দেয়া হয়। #