
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১ সেপ্টেম্বর ২০২০ :
নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডলের বিরুদ্ধে গৌড়দিঘী গ্রামের রাস্তার লক্ষাধিক টাকা মূল্যের আম গাছের ডাল কাটার অভিযোগ করা হহয়েছে। গ্রামবাসীদের বাধার মুখে ডালগুলো ফেলে রেখে গেলে প্রশাসন সেগুলো জব্দ করে।
উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে গৌড়দীঘি গ্রামের রাস্তার দুধারে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ ২০ বছর আগে কয়েকশ আম গাছ রোপণ করে। রবিবার সকালে ইউপি চেয়ারম্যানের নিয়োগ করা একদল শ্রমিক লক্ষাধিক টাকা মূল্যের ৫০ টি গাছের ডালপালা কেটে ফেলে। গ্রামবাসীরা বাধা দিলে তারা সেগুলো ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন থেকে এলাকায় একটি প্রভাবশালী চক্র বিভিন্ন রাস্তার লক্ষ লক্ষ টাকার সরকারী গাছ কেটে নিয়ে যায়।
ইউপি সদস্য এবাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইউনিয়ন পরিষদ থেকে গাছের ডাল কাটার কোন সিদ্ধান্ত হয়নি।
কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল বলেন, রাস্তাটি বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের নাকি ইউনিয়ন পরিষদ তা তিনি জানেন না। নেই। গাছের ডাল ফেনা অতিরিক্ত হওয়ায় বিভিন্ন সময় রাস্তায় দুর্ঘটনা ঘটে। তাই টেন্ডার ছাড়াই ডালগুলো কাটা হয়েছে। এগুলো বিক্রির টাকা রাজস্ব খাতে জমা দেওয়া হবে।
ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ইয়াসিন আলী গাছের ডাল কাটার সত্যতা স্বীকার করে জানান, রাস্তাটি কোন বিভাগের তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। ইউএনও’র নির্দেশে ঘটনাস্থল পরিদর্শণ করে ডালগুলো জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আল মামুন বলেন, টেন্ডার ছাড়া সরকারী কোন গাছ বা ডাল কাটার নিয়ন নেই। ডালগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় যেই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক জানান, এ ঘটনায় বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারি প্রকৌশলী থানায় একটি সাধারণ ডায়রি এন্ট্রি করেছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#