মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ৩ মে ২০২০ :
শনিবার বিকেলে নওগাঁর রাণীনগরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন লাইফ এর অর্থায়নে বেসরকারী সংস্থা রানি’র উদ্যোগে রমজান উপলক্ষ্যে অসহায়, দু:স্থ ও সুবিধা বঞ্চিত শতাধিক পরিবারের মধ্যে নিরাপদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার খাজুরিয়া গ্রামে প্রধান অতিথি হিসাবে খাদ্যসামগ্রী বিতরণ করেন রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল প্রতি পরিবারের জন্য ১৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ২ লিটার তেল, ১ কেজি লবন, মসলা ইত্যাদি।
এসময় অন্যান্যের মধ্যে অগ্রযাত্রার নির্বাহী পরিচালক সাংবাদিক রায়হান আলম ও রানির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান জানান, জেলার ৪টি উপজেলায় সহস্রাধিক পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।#