নওগাঁ ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

রাণীনগরে করোনা আক্রান্ত পরিবারে ইফতারি দিলেন ইউএনও

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২৫ এপ্রিল ২০২০ :

শনিবার বিকেলে নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন করোনা আক্রান্ত পরিবারে পবিত্র রমজানের প্রথম দিন ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন জন নার্সের নমুনা পরীা করে গত বৃহস্পতিবার ২৫ বছর বয়সি এক নার্সের করোনা সনাক্ত হয়েছে। ওই রাতেই উপজেলা প্রসাশন হাসপাতালের ওই কোয়ার্টার পুরোটা লকডাউন করে দেয়। কোয়াটারে চারটি পরিবারের ১৩ জন সদস্য রয়েছেন। আপাতত: কোয়াটারে রেখেই নার্সকে চিকিৎসা দেয়া হচ্ছে। #

আপলোডকারীর তথ্য

রাণীনগরে করোনা আক্রান্ত পরিবারে ইফতারি দিলেন ইউএনও

প্রকাশের সময় : ১১:৪৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২৫ এপ্রিল ২০২০ :

শনিবার বিকেলে নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন করোনা আক্রান্ত পরিবারে পবিত্র রমজানের প্রথম দিন ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন জন নার্সের নমুনা পরীা করে গত বৃহস্পতিবার ২৫ বছর বয়সি এক নার্সের করোনা সনাক্ত হয়েছে। ওই রাতেই উপজেলা প্রসাশন হাসপাতালের ওই কোয়ার্টার পুরোটা লকডাউন করে দেয়। কোয়াটারে চারটি পরিবারের ১৩ জন সদস্য রয়েছেন। আপাতত: কোয়াটারে রেখেই নার্সকে চিকিৎসা দেয়া হচ্ছে। #