নওগাঁ ০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পত্নীতলায় খেতে হালচাষ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৪ জুলাই ২০২৫ :
নওগাঁর পত্নীতলায় খেতে পাওয়ার টিলার দিয়ে হালচাষ করতে গিয়ে বজ্রপাতে স্বাধীন ইসলাম (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাটিচরা ইউনিয়নের পশ্চিম পাটিচরা গ্রামের আব্দুর রহমান সোনারের ছেলে। এসময় দুই আদিবাসীসহ চার নারীপুরুষ আহত হন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে পাটিচরা মাঠে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে স্বাধীন তার পাওয়ার টিলার মেশিন নিয়ে বাড়ির পাশের খেতে হালচাষ করছিলেন। এসময় বৃষ্টিপাত শুরু হলে তিনি খেতে পাওয়ার টিলার রেখে পাশের একটি ঘরের বারান্দায় আশ্রয় নেন। সেখানে আরো চারজন ছিলেন। হঠাৎ প্রচন্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই স্বাধীনের মর্মান্তিক মৃত্যু ঘটে। অন্যরাও আহত হন।
পাটিচরা ইউপি চেয়ারম্যান সবেদুল ইসলাম রনি জানান, আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়েছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ্ মো: এনায়েতুর রহমান জানান, মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন।
আপলোডকারীর তথ্য

পত্নীতলায় খেতে হালচাষ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ০১:৫৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৪ জুলাই ২০২৫ :
নওগাঁর পত্নীতলায় খেতে পাওয়ার টিলার দিয়ে হালচাষ করতে গিয়ে বজ্রপাতে স্বাধীন ইসলাম (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাটিচরা ইউনিয়নের পশ্চিম পাটিচরা গ্রামের আব্দুর রহমান সোনারের ছেলে। এসময় দুই আদিবাসীসহ চার নারীপুরুষ আহত হন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে পাটিচরা মাঠে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে স্বাধীন তার পাওয়ার টিলার মেশিন নিয়ে বাড়ির পাশের খেতে হালচাষ করছিলেন। এসময় বৃষ্টিপাত শুরু হলে তিনি খেতে পাওয়ার টিলার রেখে পাশের একটি ঘরের বারান্দায় আশ্রয় নেন। সেখানে আরো চারজন ছিলেন। হঠাৎ প্রচন্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই স্বাধীনের মর্মান্তিক মৃত্যু ঘটে। অন্যরাও আহত হন।
পাটিচরা ইউপি চেয়ারম্যান সবেদুল ইসলাম রনি জানান, আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়েছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ্ মো: এনায়েতুর রহমান জানান, মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন।