প্রকাশের সময় :
০১:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
৮০৬
মহাদেবপুর দর্পণ, এম রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ২৪ জুলাই ২০২৫ :
নওগাঁর পোরশা থানা পুলিশ মঞ্জুরুল হক শাহ (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তিনি উপজেলার সুতলী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বাড়ির পাশের একটি আমগাছের ডালে গলায় দড়ির রশি দিয়ে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী লাফিফা বেগম জানান, বুধবার দিবাগত রাতে তারা স্বামী-স্ত্রী একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে তিনি তাহাজ্জৎ নামাজ পড়তে উঠে তার স্বামীকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। বাড়ির লোকজনকে বিষয়টি জানালে তারাও খোঁজাখুজি করেন। এক পর্যায়ে বাড়ির পাশে একটি আমগাছের ডালে তার মৃতদেহ ঝুলতে দেখতে পান। পরে থানা পুলিশে খবর দেয়া হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।