নওগাঁ ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

রাণীনগরে জ্বীন তাড়াতে নারীকে মারপিট, কবিরাজ আটক<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ২৩ আগস্ট ২০২৩ :

নওগাঁর রাণীনগরে জ্বীন তাড়ানোর অযুহাতে এক নারীকে এলোপাথারী মারপিট করে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় থানা পুলিশ লিয়াকত আলী শাহ (৬৫) নামে এক কথিত কবিরাজকে আটক করেছে। তিনি উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের লদিয়া শাহার ছেলে। বুধবার (২৩ আগস্ট) দুপুরে তাকে নওগাঁ কোর্টে পাঠানো হয়।

মঙ্গলবার রাতে নির্যাতিতার স্বামীর দায়ের করা মামলার বরাদ দিয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৪৫ বছর বয়সি এক নারী গত ১৫ আগষ্ট রাতে হঠাৎ আবোল-তাবোল বকতে থাকেন। এ অবস্থায় ওই নারীকে ঝাড়-ফুঁক দিতে এবং চিকিৎসা করাতে পরিবারের লোকজন কবিরাজ লিয়াকতকে ডেকে নিয়ে যান। এরপর কবিরাজ ওই নারীকে জ্বীনে আছর করেছে এবং জ্বীন তাড়াতে হবে এমন অযুহাতে বাঁশের লাঠি দিয়ে হাতে-পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে বেদম মারপিট করতে থাকে। এতে ওই নারী গুরুতর অসুস্থ্য হয়ে পরলে রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

আপলোডকারীর তথ্য

রাণীনগরে জ্বীন তাড়াতে নারীকে মারপিট, কবিরাজ আটক<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৮:৫২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ২৩ আগস্ট ২০২৩ :

নওগাঁর রাণীনগরে জ্বীন তাড়ানোর অযুহাতে এক নারীকে এলোপাথারী মারপিট করে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় থানা পুলিশ লিয়াকত আলী শাহ (৬৫) নামে এক কথিত কবিরাজকে আটক করেছে। তিনি উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের লদিয়া শাহার ছেলে। বুধবার (২৩ আগস্ট) দুপুরে তাকে নওগাঁ কোর্টে পাঠানো হয়।

মঙ্গলবার রাতে নির্যাতিতার স্বামীর দায়ের করা মামলার বরাদ দিয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৪৫ বছর বয়সি এক নারী গত ১৫ আগষ্ট রাতে হঠাৎ আবোল-তাবোল বকতে থাকেন। এ অবস্থায় ওই নারীকে ঝাড়-ফুঁক দিতে এবং চিকিৎসা করাতে পরিবারের লোকজন কবিরাজ লিয়াকতকে ডেকে নিয়ে যান। এরপর কবিরাজ ওই নারীকে জ্বীনে আছর করেছে এবং জ্বীন তাড়াতে হবে এমন অযুহাতে বাঁশের লাঠি দিয়ে হাতে-পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে বেদম মারপিট করতে থাকে। এতে ওই নারী গুরুতর অসুস্থ্য হয়ে পরলে রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।