নওগাঁ ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নিরাপদ সড়ক চাই : পত্নীতলায় ভটভটি উল্টে যুবক নিহত<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ৬ আগষ্ট ২০২৩ :

নওগাঁর পত্নীতলায় ভটভটি উল্টে আরমান আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি জেলার ধামইরহাট উপজেলার ইন্দুয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। এই ঘটনায় আরও দুজন মারাত্মক আহত হয়েছেন। এরা হলেন, ভটভটির চালক এনামুল হক (৩৫) ও হেলপার মেহেদী হাসান (২৭)। রোববার (৬ আগষ্ট) সকাল ৮টায় উপজেলার মধইল-সাপাহার সড়কের নকুচা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

আহতরা জানান, ভোরে আগ্রাদ্বিগুন থেকে ভটভটিযোগে মাছ নিয়ে সাপাহার বাজারে বিক্রি করে ফেরার পথে দ্রুতগামী ভটভটিটি সড়কের উপর উল্টে যায়। এতে ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আরমান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেবনাথ জানান, মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ভটভটিটি জব্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

নিরাপদ সড়ক চাই : পত্নীতলায় ভটভটি উল্টে যুবক নিহত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১০:০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ৬ আগষ্ট ২০২৩ :

নওগাঁর পত্নীতলায় ভটভটি উল্টে আরমান আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি জেলার ধামইরহাট উপজেলার ইন্দুয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। এই ঘটনায় আরও দুজন মারাত্মক আহত হয়েছেন। এরা হলেন, ভটভটির চালক এনামুল হক (৩৫) ও হেলপার মেহেদী হাসান (২৭)। রোববার (৬ আগষ্ট) সকাল ৮টায় উপজেলার মধইল-সাপাহার সড়কের নকুচা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

আহতরা জানান, ভোরে আগ্রাদ্বিগুন থেকে ভটভটিযোগে মাছ নিয়ে সাপাহার বাজারে বিক্রি করে ফেরার পথে দ্রুতগামী ভটভটিটি সড়কের উপর উল্টে যায়। এতে ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আরমান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেবনাথ জানান, মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ভটভটিটি জব্দ করা হয়েছে।