মহাদেবপুর দর্পণ,কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ৩ জানুয়ারী ২০২০ :
বুধবার সন্ধ্যায় নওগাঁর রাণীনগরে নিজের ব্যতিক্রমধর্মী উন্নয়নমূলক বেসরকারী সংগঠন রাণীনগর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের উদ্বোধন করলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি ইসরাফিল আলম।
এ উপলক্ষে উপজেলা পরিষদ সংলগ্ন রাণীনগর হাউজে আয়োজিত সমাবেশে এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতে কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে এমপি বলেন, বাংলাদেশের মাটি উর্বর মাটি। আমাদের দেশের গ্রামীণ জনগোষ্ঠির একটি অংশ বিশেষ করে গৃহিণীরা অলস ও বেকার সময় পার করেন। অনেক শিক্ষিত বেকার যুবকরাও আছে। কিন্তু উপযুক্ত পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই জনগোষ্ঠীকে কাজে লাগানো সম্ভব।
তিনি বলেন, আমাদের এই সমিতির মাধ্যমে যোগ্যতা মাফিক সেই সব মানুষদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে মূলধনের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। সেই সঙ্গে এই সমিতির সদস্যদের জীবন বীমাও করে দেওয়া হবে। আর এই সব সদস্যদের মনিটরিং করার জন্য আমাদের দক্ষ কর্মী বাহিনী রয়েছে। আশা রাখি এই সমিতির মাধ্যমে আমার এলাকার মানুষ আর্থিকভাবে যেমন লাভবান হবেন, সেই সঙ্গে উপজেলার বেকারত্বও দূর হবে।
রাণীনগর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চয়েন উদ্দিন এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা শামছুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সহ-সভাপতি আনোয়ার হোসেন, এ্যাড. ইসমাইল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল, উপজেলা যুব লীগের সভাপতি সিরাজুল ইসলাম চাঁদ, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন প্রমুখ।
উল্লেখ্য, ইসরাফিল আলমকে সভাপতি ও মামুন আলীকে সম্পাদক করে এই সমিতির ৬ সদস্যের কমিটি গঠন করা হয়। #