মহাদেবপুর দর্পণ, এম,এ,মালেক, ধামইরহাট (নওগাঁ), ১ জানুয়ারী ২০২০ :
সোমবার দিবাগত রাতে নওগাঁর ধামইরহাট উপজেলার চকময়রাম ফুটবল মাঠে সোনার বাংলা যুব সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো: শহীদুল ইসলাম এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৩ দিনব্যাপী ১৪ টি ইভেন্টে অনুষ্ঠিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোল, সাধারণ সম্পাদক মুক্তাদিরুল হক, কাউন্সিলর আব্দুল হাকিম, যুবলীগ নেতা আবু ইউসুফ মর্তুজা, ক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির, প্রতিষ্ঠাতা কমিটির সদস্য আবু হোসেন প্রমুখ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
সংঘের সভাপতি আব্দুল হাই দুলাল এতে সভাপতিত্ব করেন।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উপজেলা শিল্পকলা একাডেমির সংগিত প্রশিক্ষক এমকে জিন্নাহ চৌধুরীর একাত্বরের বীরাঙ্গানার কান্নার গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু । পরে শফি আহমেদ, আমেনা, আশরাফ ভান্ডারী, জুয়েল, রোমান, পায়েল, তুবাসহ স্থানীয় ও বিভিন্ন জেলা থেকে আগত শিল্পিরা গান ও নৃত্যের মাঝে দর্শকদের মাতিয়ে তোলেন। #