নওগাঁ ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মাদুর পেতে বারান্দায় পাঠদান : রাণীনগরে সঞ্জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট

Spread the love

মহাদেবপুর দর্পণ, সাইদুজ্জামান সাগর, রাণীনগর (নওগাঁ), ৩১ ডিসেম্বর ২০১৯ :

নওগাঁর রাণীনগর উপজেলার সঞ্জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষ সংকটের কারণে বারান্দায় মাদুর বিছিয়ে চলছে পাঠদান। এছাড়াও নানা সমস্যায় জর্জরিত হয়ে মুখ থুবড়ে পড়েছে বিদ্যালয়টির পাঠদানের পরিবেশ।

প্রয়োজনীয় অবকাঠামো, বৈদ্যুতিক ফ্যান না থাকা, শ্রেণি কক্ষের সংকট, বসার পর্যাপ্ত বেঞ্চের অভাবসহ নানা সমস্যার ভারে রুগ্ন হয়ে পড়েছে। পাঠদান চালু রাখতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা বাধ্য হয়ে বারান্দায় মাদুর বিছিয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

উপজেলার একডালা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামে অবস্থিত সঞ্জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৬৯ সালে স্থানীয় কিছু শিক্ষা-অনুরাগী এলাকায় শিক্ষার আলোয় ছড়িয়ে দেওয়ার লক্ষে ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব তহবিল থেকে এক একর জমি ক্রয় করে গ্রামের ছেলে-মেয়েদের শিক্ষা প্রদানের লক্ষ্যে স্থাপন করেন।

১৯৭৩ সালে এই বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। দীর্ঘ সময় মাটি আর বেড়ার ঘরে পাঠদান চললেও ২০০০ সালে তিন কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়।

ভবনটি অনেক পুরাতন হওয়ায় ছাদের সিমেন্ট বালু খুলে খুলে শিক্ষার্থীদের মাথায় পড়ছে। এই বিদ্যালয়ে প্রতিদিন ১১৩ জন শিক্ষার্থী পাঠ গ্রহণ করে।

প্রতি কক্ষে চারটি করে ফ্যান থাকার কথা থাকলেও রয়েছে দু’টি করে। গরমের সময় শিক্ষার্থীরা অনেক কষ্টে গাদাগাদি করে পাঠগ্রহণ করে।

অভিভাবক আবু তালেবসহ অনেকেই বলেন, এই প্রত্যন্ত অবহেলিত এলাকায় আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা গ্রহণের একমাত্র স্থান এই বিদ্যালয়টি। বর্তমানে প্রাথমিক শিক্ষা গ্রহণের এই আঁতুর ঘরটি অনেক সমস্যায় জর্জড়িত। পুরাতন ভবনের কারণে আমরা সন্তানদের স্কুলে পাঠানোর পর আতঙ্কে থাকি।

শিক্ষার্থীরা অনেক কষ্ট করে বিদ্যালয়ে এসে বারান্দায় মাদুরে বসে শিক্ষা গ্রহণ করে। উপযুক্ত পরিমাণ জায়গা থাকলেও নতুন ভবন না পাওয়ায় শ্রেণিকক্ষ সংকটে রয়েছে বিদ্যালয়টি।

প্রধান শিক্ষক শাহাদত হোসেন বলেন, আমরা অনেক কষ্ট করে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান করি। এলাকার অনেক মানুষ বিদ্যালয়ের এমন অবস্থা দেখে তাদের সন্তানকে ভর্তি করাতে চান না। অতিদ্রুত পর্যাপ্ত শ্রেণিকক্ষ বিশিষ্ট আধুনিক মানের একটি ভবন, বেঞ্চসহ প্রয়োজনীয় অবকাঠামো সরবরাহ করা খুবই জরুরী। তা না হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি মানুষের আগ্রহ হারিয়ে যাবে।

জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আবুল বাসার শামসুজ্জামান বলেন, ওই বিদ্যালয়ে অবকাঠমোগত কি কি সমস্যা আছে তা আমার জানা নেই। তবে আমি অতিদ্রুত ওই বিদ্যালয়ের সার্বিক খোঁজখবর নিয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষে সমস্যাগুলো লিপিবদ্ধ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত ভাবে জানাবো। #

আপলোডকারীর তথ্য

মাদুর পেতে বারান্দায় পাঠদান : রাণীনগরে সঞ্জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট

প্রকাশের সময় : ১১:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
Spread the love

মহাদেবপুর দর্পণ, সাইদুজ্জামান সাগর, রাণীনগর (নওগাঁ), ৩১ ডিসেম্বর ২০১৯ :

নওগাঁর রাণীনগর উপজেলার সঞ্জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষ সংকটের কারণে বারান্দায় মাদুর বিছিয়ে চলছে পাঠদান। এছাড়াও নানা সমস্যায় জর্জরিত হয়ে মুখ থুবড়ে পড়েছে বিদ্যালয়টির পাঠদানের পরিবেশ।

প্রয়োজনীয় অবকাঠামো, বৈদ্যুতিক ফ্যান না থাকা, শ্রেণি কক্ষের সংকট, বসার পর্যাপ্ত বেঞ্চের অভাবসহ নানা সমস্যার ভারে রুগ্ন হয়ে পড়েছে। পাঠদান চালু রাখতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা বাধ্য হয়ে বারান্দায় মাদুর বিছিয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

উপজেলার একডালা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামে অবস্থিত সঞ্জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৬৯ সালে স্থানীয় কিছু শিক্ষা-অনুরাগী এলাকায় শিক্ষার আলোয় ছড়িয়ে দেওয়ার লক্ষে ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব তহবিল থেকে এক একর জমি ক্রয় করে গ্রামের ছেলে-মেয়েদের শিক্ষা প্রদানের লক্ষ্যে স্থাপন করেন।

১৯৭৩ সালে এই বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। দীর্ঘ সময় মাটি আর বেড়ার ঘরে পাঠদান চললেও ২০০০ সালে তিন কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়।

ভবনটি অনেক পুরাতন হওয়ায় ছাদের সিমেন্ট বালু খুলে খুলে শিক্ষার্থীদের মাথায় পড়ছে। এই বিদ্যালয়ে প্রতিদিন ১১৩ জন শিক্ষার্থী পাঠ গ্রহণ করে।

প্রতি কক্ষে চারটি করে ফ্যান থাকার কথা থাকলেও রয়েছে দু’টি করে। গরমের সময় শিক্ষার্থীরা অনেক কষ্টে গাদাগাদি করে পাঠগ্রহণ করে।

অভিভাবক আবু তালেবসহ অনেকেই বলেন, এই প্রত্যন্ত অবহেলিত এলাকায় আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা গ্রহণের একমাত্র স্থান এই বিদ্যালয়টি। বর্তমানে প্রাথমিক শিক্ষা গ্রহণের এই আঁতুর ঘরটি অনেক সমস্যায় জর্জড়িত। পুরাতন ভবনের কারণে আমরা সন্তানদের স্কুলে পাঠানোর পর আতঙ্কে থাকি।

শিক্ষার্থীরা অনেক কষ্ট করে বিদ্যালয়ে এসে বারান্দায় মাদুরে বসে শিক্ষা গ্রহণ করে। উপযুক্ত পরিমাণ জায়গা থাকলেও নতুন ভবন না পাওয়ায় শ্রেণিকক্ষ সংকটে রয়েছে বিদ্যালয়টি।

প্রধান শিক্ষক শাহাদত হোসেন বলেন, আমরা অনেক কষ্ট করে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান করি। এলাকার অনেক মানুষ বিদ্যালয়ের এমন অবস্থা দেখে তাদের সন্তানকে ভর্তি করাতে চান না। অতিদ্রুত পর্যাপ্ত শ্রেণিকক্ষ বিশিষ্ট আধুনিক মানের একটি ভবন, বেঞ্চসহ প্রয়োজনীয় অবকাঠামো সরবরাহ করা খুবই জরুরী। তা না হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি মানুষের আগ্রহ হারিয়ে যাবে।

জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আবুল বাসার শামসুজ্জামান বলেন, ওই বিদ্যালয়ে অবকাঠমোগত কি কি সমস্যা আছে তা আমার জানা নেই। তবে আমি অতিদ্রুত ওই বিদ্যালয়ের সার্বিক খোঁজখবর নিয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষে সমস্যাগুলো লিপিবদ্ধ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত ভাবে জানাবো। #