নওগাঁর রাণীনগরে আবাদপুকুর বাজার ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে আবাদপুকুর হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এসময় রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা, নওগাঁ জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, একডালা ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান আলী, কালীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মুক্তাদির হোসেন, কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বগুড়া সদর ক্লাব ও যাত্রাপুর নুসরাত স্পোর্টস ক্লাব অংশ গ্রহন করে।#