নওগাঁর রাণীনগরে আবাদপুকুর ডিজিটাল ডায়াগনষ্টিক এ্যান্ড কমিউনিটি হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার আবাদপুকুর বাজারের চার মাথার মোড়ে হাসপাতাল চত্ত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আলহাজ¦ মো: আনোয়ার হোসেন হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে এর উদ্বোধন করেন।
নতুন এ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, একডালা ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আলহাজ্ব মো: শাহজাহান আলী, সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম, বাজার বণিক সমিতির সম্পাদক মাহফুজুর রহমান বেলুন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট ইসমাইল হোসেন প্রমুখ এতে উপস্থিত ছিলেন। #