মহাদেবপুর দর্পণ, সাইদুজ্জামান সাগর, রাণীনগর (নওগাঁ), ৩০ ডিসেম্বর ২০১৯ :
রবিবার বিকেলে নওগাঁর রাণীনগর উপজেলা সদরে উপজেলা ভূমি অফিসের নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বিকেল সাড়ে ৪ টায় সেখানে আয়োজিত সমাবেশে রাজশাহী বিভাগীয় কমিশনার মো: হুমায়ন কবীর খোন্দকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অন্যদের মধ্যে নওগাঁ জেলা প্রশাসক হারুন উর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার,উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, জেলা গণপূর্ত বিভাগের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, সাব এ্যাসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার কাজেম উদ্দীন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড: ইসমাইল হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার আল মামুন এতে সভাপতিত্ব করেন।
এক কোটি ৭৫ ল ৫৪ হাজার ৭৩৮ টাকা ব্যয়ে গণপুর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
পরে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে ফলজ ও বনজ গাছ রোপণ করেন এবং একটি বাড়ী একটি খামারসহ বেশ কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন। #