নওগাঁর ধামইরহাটে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৮ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দু;স্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও সমাজসেবা দপ্তরের উদ্যোগে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর অংশগ্রহণে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ। সেখানে আয়োজিত আলোচনা সভায় ইউএনও মো. আরিফুল ইসলাম সভাপতিত্ব করেন।
পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন নারীকে সেলাই মেশিন, ২ জনকে ৪ হাজার টাকা করে আর্থিক অনুদান ও সমাজসেবা অধিদপ্তরের পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ৫টি দলীয় সমিতির ৭৩ জনের মাঝে ১৯ লাখ টাকার সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।
সবশেষে তথ্য আপার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।#