নওগাঁ ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানের গাছ চুরি : আটক ৩<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ৮ সেপ্টেম্বর ২০২৩ :

নওগাঁর ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যান থেকে গাছ চুরির সময় তিন জনকে আটক করা হয়েছে। এরা হলেন, উপজেলার আলতাদিঘী গ্রামের ফজলুল হকের ছেলে মিলন হোসেন (৩২), মৃত জামাল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২৮) ও মো. সিদ্দিকের ছেলে শাহিন আলম (৩০)।

ধামইরহাট বনবিট কর্মকর্তা আনিছুর রহমান জানান, শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার সময় আলতাদিঘী জাতীয় উদ্যান এলাকার আকাশমনি গাছ চুরি করে কেটে ব্যাটারি চালিত চার্জার ভ্যান যোগে নিয়ে যাওয়ার গোপন সংবাদ পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ ১৪ বিজিবি পতœীতলা ব্যাটালিয়নের জওয়ানদের সহযোগিতায় সেখানে গিয়ে তাদের আটক করেন। এব্যাপারে তিনি বাদি হয়ে ধামইরহাট থানায় ১৯২৭ সালের বন আইনের (২০০০ সালের সংশোধিত) ৪১ ও ৪২ ধারায় একটি মামলা দায়ের করেছেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী বিপিএম পিপিএম জানান, বিকেলে তাদেরকে নওগাঁ কোর্টে পাঠানো হয়।#

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানের গাছ চুরি : আটক ৩<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০২:০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩

মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ৮ সেপ্টেম্বর ২০২৩ :

নওগাঁর ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যান থেকে গাছ চুরির সময় তিন জনকে আটক করা হয়েছে। এরা হলেন, উপজেলার আলতাদিঘী গ্রামের ফজলুল হকের ছেলে মিলন হোসেন (৩২), মৃত জামাল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২৮) ও মো. সিদ্দিকের ছেলে শাহিন আলম (৩০)।

ধামইরহাট বনবিট কর্মকর্তা আনিছুর রহমান জানান, শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার সময় আলতাদিঘী জাতীয় উদ্যান এলাকার আকাশমনি গাছ চুরি করে কেটে ব্যাটারি চালিত চার্জার ভ্যান যোগে নিয়ে যাওয়ার গোপন সংবাদ পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ ১৪ বিজিবি পতœীতলা ব্যাটালিয়নের জওয়ানদের সহযোগিতায় সেখানে গিয়ে তাদের আটক করেন। এব্যাপারে তিনি বাদি হয়ে ধামইরহাট থানায় ১৯২৭ সালের বন আইনের (২০০০ সালের সংশোধিত) ৪১ ও ৪২ ধারায় একটি মামলা দায়ের করেছেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী বিপিএম পিপিএম জানান, বিকেলে তাদেরকে নওগাঁ কোর্টে পাঠানো হয়।#