নওগাঁ ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

রাণীনগরে পারইল ইউনিয়ন বিএনপির কমিটি গঠন<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৬ আগষ্ট ২০২২ :

নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ আগষ্ট) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে ইসাহক সরদারকে সভাপিত, মশিউর রহমান টুকুকে সাধারণ সম্পাদক ও রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে পারইল ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গত ২৯ জুলাই এই কমিটি গঠন উপলক্ষে পারইল বাজারে সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক রোকুনুজ্জামান খাঁন রুকু, যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান জাপান (ভিপি), মোসারব হোসেন, সদস্য প্রভাষক একেএম জাকির হোসেন, মেজবাউল হক লিটন প্রমুখ।#

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

রাণীনগরে পারইল ইউনিয়ন বিএনপির কমিটি গঠন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৬:২৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৬ আগষ্ট ২০২২ :

নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ আগষ্ট) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে ইসাহক সরদারকে সভাপিত, মশিউর রহমান টুকুকে সাধারণ সম্পাদক ও রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে পারইল ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গত ২৯ জুলাই এই কমিটি গঠন উপলক্ষে পারইল বাজারে সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক রোকুনুজ্জামান খাঁন রুকু, যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান জাপান (ভিপি), মোসারব হোসেন, সদস্য প্রভাষক একেএম জাকির হোসেন, মেজবাউল হক লিটন প্রমুখ।#