প্রকাশের সময় :
০৬:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
৯১২
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৩০ জুলাই ২০২২ :
নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপজেলা শাখার পরিচিতি সভা ও ইউনিয়ন শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যায় বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা শ্রমিক দলের সভাপতি কাজী শাহাবুল আলম এতে সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক রোকনুজ্জামান খান রুকু, সদস্য নজরুল ইসলাম, এছাহক আলী, মেজবাউল হক লিটন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল, ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শিমুল, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি নজরুল শাহ, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফি, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার ৮টি ইউনিয়ন শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়।#