মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২২ ডিসেম্বর ২০১৯ :
শনিবার সন্ধ্যায় নওগাঁ সদর থানায় বীর মুক্তিযোদ্ধাদের সেবা প্রদানের জন্য মুক্তিযোদ্ধা হেল্প ডেস্ক এর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সন্ধ্যা ৬ টায় সদর থানায় আয়োজিত এক সমাবেশে ফিতে কেটে মুক্তিযোদ্ধা হেল্প ডেস্ক এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।
এর আগে মুক্তিযোদ্ধাদের সাথে পুলিশ প্রশাসনের মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অল রশিদ, সাবেক উপজেলা মক্তিযোদ্ধা কমান্ডার গোলাম সামদাদি, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ সরোয়ার্দী, ইন্সপেক্টর (তদন্ত) ফয়সাল হোসেন, জেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক নাছিমুল হক বুলবুলসহ বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যাক্তির্গ।
সমাবেশে বক্তব্য দানকালে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বলেন, নওগাঁ জেলায় এই প্রথম কোন থানায় মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা ডেস্ক করা হলো। যেখানে মুক্তিযোদ্ধারা এসে বসতে পারবেন এবং তাদের সমস্যা সহজেই সমাধান করতে পারবেন। এটি নি:সন্দেহে একটি মহৎ কাজ। এমন কাজের জন্য আমরা নিজেকে গর্ব বোধ করছি।
পুলিশ সুপার বলেন, থানা সকলের জন্য উন্মুক্ত। এখানে সব সময় মানুষ আসা যাওয়া করেন। অনেক সময় বসার জয়গা থাকে না। এমন সময় মুক্তিযোদ্ধারা এলে তাদেরকেও অনেক সময় দাড়িয়ে থাকতে হয়। তাই বীর মুক্তিযোদ্ধাদের কথা ভেবে তাদেরকে সেবা দানের ল্েয এই ডেস্ক খোলা হয়েছে। এবং এখানে সকল মুক্তিযোদ্ধাদের তথ্য থাকবে। যাতে করে কোন মুক্তিযোদ্ধা আসলে গুরুত্ব সহকারে সেবা পেতে পারে আমরা এই বিষয়টি নিশ্চৎ করার চেষ্টা করেছি। #