নওগাঁ ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

ওরা ১০ জন : রাজাকারের তালিকায় নওগাঁ

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ১৮ ডিসেম্বর ২০১৯ :

রাজাকারের তালিকায় নওগাঁর ওরা ১০ জন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রথম পর্যায়ে যে ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে নওগাঁর রয়েছে ১০ জন। এরা সবাই সদর উপজেলার।

ওরা হলো, শহরের বাঙ্গাবাড়ীয়া মহল্লার ফাতাহ মোহাম্মদ, আবদুল মনয়েম কুম মওলানা, চকএনায়েত মহল্লার শামছুল হক, শিকারপুরের মোল্লা ফারাজ উদ্দিন, কোমাইগাড়ী মহল্লার দেওয়ান আলতাফ হোসেন, হাট-নওগাঁ মহল্লার ইসলাম, চকদেবপাড়া মহল্লার আব্দুর রহমান তরফদার, পার-নওগাঁ মহল্লার মো: আবুল কাশেম, নওগাঁ শহরের আবদুল মনেম খান ওরফে আকরাম এবং শিকারপুরের মো: ফারাজ উদ্দিন মোল্লা।

জানতে চাইলে নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম সামদানি বলেন, ২০১০ সালে আমাদের মুক্তিযোদ্ধা সাংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর কিছুদিন পর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে রাজাকারদের তালিকা চাওয়া হয়েছিল। এরপর আমি সদর উপজেলা থেকে প্রায় ৪০-৪৫ জন রাজাকার, আলবদর ও আলশামসের নামের তালিকা পাঠিয়েছিলাম। সেখান থেকে প্রথম পর্যায়ে কয়েকজন রাজাকারের নাম প্রকাশ হয়েছে। এরপর হয়তো ধারাবাহিকভাবে অন্যদের নাম প্রকাশ করা হবে। #

আপলোডকারীর তথ্য

ওরা ১০ জন : রাজাকারের তালিকায় নওগাঁ

প্রকাশের সময় : ০৮:১৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ১৮ ডিসেম্বর ২০১৯ :

রাজাকারের তালিকায় নওগাঁর ওরা ১০ জন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রথম পর্যায়ে যে ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে নওগাঁর রয়েছে ১০ জন। এরা সবাই সদর উপজেলার।

ওরা হলো, শহরের বাঙ্গাবাড়ীয়া মহল্লার ফাতাহ মোহাম্মদ, আবদুল মনয়েম কুম মওলানা, চকএনায়েত মহল্লার শামছুল হক, শিকারপুরের মোল্লা ফারাজ উদ্দিন, কোমাইগাড়ী মহল্লার দেওয়ান আলতাফ হোসেন, হাট-নওগাঁ মহল্লার ইসলাম, চকদেবপাড়া মহল্লার আব্দুর রহমান তরফদার, পার-নওগাঁ মহল্লার মো: আবুল কাশেম, নওগাঁ শহরের আবদুল মনেম খান ওরফে আকরাম এবং শিকারপুরের মো: ফারাজ উদ্দিন মোল্লা।

জানতে চাইলে নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম সামদানি বলেন, ২০১০ সালে আমাদের মুক্তিযোদ্ধা সাংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর কিছুদিন পর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে রাজাকারদের তালিকা চাওয়া হয়েছিল। এরপর আমি সদর উপজেলা থেকে প্রায় ৪০-৪৫ জন রাজাকার, আলবদর ও আলশামসের নামের তালিকা পাঠিয়েছিলাম। সেখান থেকে প্রথম পর্যায়ে কয়েকজন রাজাকারের নাম প্রকাশ হয়েছে। এরপর হয়তো ধারাবাহিকভাবে অন্যদের নাম প্রকাশ করা হবে। #