করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সারাদেশের মত জয়পুরহাটেও গণটিকা দেয়া শুরু হলেও ফিরে গেছেন বেশিরভাগ মানুষ। কেন্দ্রগুলোতে মানা হয়নি স্বাস্থ্যবিধি।
জেলার বিভিন্ন ওয়ার্ডের বিশেষ ক্যাম্পেইনের টিকাদান কেন্দ্রগুলোতে সরজমিনে দেখা যায়, বেশিরভাগ মানুষই টিকা না পেয়ে ফিরে যান। সকাল থেকেই টিকাদান কেন্দ্রে লোকজন আসতে শুরু করেন কিন্তু চাহিদা অনুযায়ী টিকা না থাকায় ফিরে যেতে হয় তাদের। সামাজিক দূরত্ব মেনে চলা হয়নি। মুখে মাস্ক না পরে অনেককেই গল্পরত দেখা যায়।
জেলার পুরানাপুল ইউনিয়নে ১, ২ এবং ৩নং ওয়ার্ডে মাইকিং করে টিকাদান কেন্দ্রে আসতে বলা হয়। এই কেন্দ্রে ৬০০ ডোজ টিকা আসে। এই কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা দেখে এলাকার সচেতন তরুণী রোজি সুলতানা চৌধুরী কেন্দ্রের দায়িত্বরতদের এব্যাপারে পদক্ষেপ নিতে বললেও সামাজিক দূরত্ব মেনে চলতে সংশ্লিষ্টদের কেউ এগিয়ে আসেনি। পরে তিনি ৯৯৯ এ ফোন করে স্বাস্ব্যবিধি না মানার ব্যাপারটা জানান।
জেলা সদরের ৪নং ওয়ার্ডের টিকাদান কেন্দ্রে কেন্দ্রে ২০০ ডোজ টিকা আসে। এখানে আগেই মনোনিতদের টিকা কার্ড দেয়া হয়। বয়স্ক নারী ও প্রতিবন্ধীদের আগে দেবার যে কথা বলা হয়েছিল তা মানা হয়নি। বেশিরভাগই ছিল যুবক বয়সী। বয়স্ক অনেক নারী টিকা দিতে এসে টিকা কার্ড না থাকায় ফিরে যান।#