প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বজ্রপাত প্রতিরোধে নওগাঁর রাণীনগরে তালের চারা রোপন উদ্বোধন করা হয়েছে। উপজেলা জুড়ে বিভিন্ন সড়কের পাশে ১৫ হাজার তাল বীজ রোপণ করা হবে।
উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের বাইপাশ সড়কের পাশে আয়োজিত সমাবেশে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালের চারা রোপন উদ্বোধন করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নিবার্হী অফিসার সুশান্ত কুমার মাহাতো, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, বন কর্মকর্তা আনিসুর রহমান, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ অন্যরা এতে উপস্থিত ছিলেন।#