দৈনিক করতোয়ার নওগাঁ জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক নবীর উদ্দিনের স্ত্রী নিলুফা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি . . রাজিউন)। তার বয়স হয়েছিলো ৬০ বছর।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পার নওগাঁ বয়েজ হোম মহল্লায় তার নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্বামী, এক মেয়ে, দুই নাতনীসহ অসখ্য গুণগ্রাহী রেখে যান।
নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, নওগাঁ জেলা টেলিভিশন এ্যাসোসিয়েশনের সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক এআর ইসলাম রকি, নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (উফেসাপ) নওগাঁ জেলা কমিটির সভাপতি এ্যাড. হাফিজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়সহ জেলার বিভিন্ন প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। #