
পরীক্ষামূলক সম্প্রচার :
জীবিত আছিয়াদের নিরাপত্তার দাবিতে নওগাঁয় স্কুল ছাত্রী ফাতেমার অবস্থান
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ০২:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- ৮১৯

মহাদেবপুর দর্পণ, নওগাঁ, ১৮ মার্চ ২০২৫ : মুখে কালো কাপড় বেঁধে প্লাকার্ড হাতে স্কুল শিক্ষার্থী ফাতেমা ছোঁয়া—ছবি : অন্তর আহমেদ

সাম্প্রতিক সময়ে মাগুড়ার আছিয়া ও সারাদেশে আশঙ্কাজনক হারে শিশু ধর্ষণ বেড়ে যাবার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়। সেখানে উপস্থিত প্রতিবাদী ফাতেমা ছোঁয়ার বাবা জনপ্রিয় ব্যান্ড যাযাবর এর সঙ্গীত শিল্পী ক্যাপ্টেন বলেন, ‘আমার আপনার বাচ্চা নিরাপদ নয়। প্রতিনিয়ত ভয় কাজ করে। মাত্র কয়েক দিনের ব্যবধানে আমরা দেখেছি সারা দেশের বিভিন্ন জেলায় শিশু ও নারী ধর্ষণের শিকার হয়েছেন। আর কতো? আমরা আর কতো প্রাণ হারাতে দেখবো? আর কবেই বা আমার আপনার সন্তানর ভয়মুক্ত সত্যিকারের স্বাধীন দেশ পাবে। স্বাধীন বাংলায় কোন ধর্ষকের স্থান নাই। আমরা আছিয়ার কাছে ক্ষমা প্রার্থী। জীবিত আর কোন আছিয়াকে আমরা হারাতে চাইনা।
সর্বোচ্চ পঠিত