মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৮ ডিসেম্বর ২০১৯ :
নওগাঁর মহাদেবপুরে উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির উদ্যোগে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার জন্য লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত লটারী পরিচালনা করেন কমিটির সভাপতি ইউএনও মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রায় ২০ হাজার প্রান্তিক কৃষকের তালিকা থেকে লটারী করে ২ হাজার ৯১০ জন কৃষক নির্বাচন করা হয়। এদের প্রত্যেকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে এক মেট্রিক টন করে ধান কেনা হবে।
অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র্র রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শওকত জামিল, মহাদেবপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম, মহিষবাথান খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাতাজীহাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল, সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ প্রমুখ এতে উপস্থিত ছিলেন। #