নওগাঁ ১২:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁয় বেষ্ট বিউটি এক্সপার্ট প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১০ সেপ্টেম্বর ২০২১ :

পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে ও বিউটিশিয়ানদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১ প্রতিযোগিতা। নওগাঁয় অনুষ্ঠিত হলো এই প্রতিযােগিতা ও আন্তর্জাতিক ফ্রি ওয়ার্কশপের প্রস্তুতি সভা।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় শহরের কেডির মোড় জননী সমাজ উন্নয়ন সংস্থার সভাকক্ষে সানন্দা বিউটি পার্লারের লিপি সাহা এই সভার আয়োজন করেন।

বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১ এর চেয়ারম্যান তূর্য নাসির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুল সমন্বয়কারী হৃদয় সরকার, নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি পারভিন আখতার, রাজশাহী বেষ্ট বিউটি এক্সপার্ট এর টিম লিডার হৈমন্তী হিমু, শিল্পী প্রমুখ।

জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিউটিশিয়ানরা এতে অংশ নেন। #

আপলোডকারীর তথ্য

নওগাঁয় বেষ্ট বিউটি এক্সপার্ট প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৩:৪০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১০ সেপ্টেম্বর ২০২১ :

পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে ও বিউটিশিয়ানদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১ প্রতিযোগিতা। নওগাঁয় অনুষ্ঠিত হলো এই প্রতিযােগিতা ও আন্তর্জাতিক ফ্রি ওয়ার্কশপের প্রস্তুতি সভা।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় শহরের কেডির মোড় জননী সমাজ উন্নয়ন সংস্থার সভাকক্ষে সানন্দা বিউটি পার্লারের লিপি সাহা এই সভার আয়োজন করেন।

বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১ এর চেয়ারম্যান তূর্য নাসির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুল সমন্বয়কারী হৃদয় সরকার, নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি পারভিন আখতার, রাজশাহী বেষ্ট বিউটি এক্সপার্ট এর টিম লিডার হৈমন্তী হিমু, শিল্পী প্রমুখ।

জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিউটিশিয়ানরা এতে অংশ নেন। #