প্রকাশের সময় :
০৩:৪০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
৯৬১
Spread the love
মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১০ সেপ্টেম্বর ২০২১ :
পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে ও বিউটিশিয়ানদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১ প্রতিযোগিতা। নওগাঁয় অনুষ্ঠিত হলো এই প্রতিযােগিতা ও আন্তর্জাতিক ফ্রি ওয়ার্কশপের প্রস্তুতি সভা।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় শহরের কেডির মোড় জননী সমাজ উন্নয়ন সংস্থার সভাকক্ষে সানন্দা বিউটি পার্লারের লিপি সাহা এই সভার আয়োজন করেন।
বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১ এর চেয়ারম্যান তূর্য নাসির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুল সমন্বয়কারী হৃদয় সরকার, নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি পারভিন আখতার, রাজশাহী বেষ্ট বিউটি এক্সপার্ট এর টিম লিডার হৈমন্তী হিমু, শিল্পী প্রমুখ।
জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিউটিশিয়ানরা এতে অংশ নেন। #