প্রকাশের সময় :
০২:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
৯৫৯
Spread the love
মহাদেবপুর দর্পণ, শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটার, নওগাঁ, ৮ সেপ্টেম্বর ২০২১ :
নওগাঁর রাণীনগরে নিজের ঐচ্ছিক তহবিল থেকে দু:স্থদের মধ্যে নগদ টাকা বিতরণ করেছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সমাবেশে এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৫ জন দু:স্থের প্রত্যেকের মধ্যে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, একাডেমিক সুপার ভাইজার কামরুল হাসান সহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন। #