মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ১৭ নভেম্বর ২০১৯ :
নওগাঁয় ভজেন্দ্রনাথ দেবনাথ (২২) নামে এক ইজিবাইক চালক খুন হয়েছেন। তিনি সদর উপজেলার লষ্করপুর গ্রামের ভূপেন্দ্রনাথ দেবনাথের ছেলে।
রবিবার সকাল ৭ টায় নওগাঁ সদর মডেল থানা পুলিশ হাসাইগাড়ী বিল এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
নওগাঁ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) ফায়সাল বিন আহসান জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করা হয়েছে। #