নওগাঁ ১০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে আতপ ধান চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৬ নভেম্বর ২০১৯ :

সারাদেশের চাষীরা যখন তাদের উৎপাদিত ধানের দাম না পেয়ে দিশেহারা, ধান চাষ একদম ছেড়েই দেয়ার যোগাড়, ঠিক তখনই উপজেলার প্রান্তিক চাষীদের মনে দোল দিয়ে যাচ্ছে আতপ ধানের সোনালী শিষ।

এর কারণ এখন পর্যণ্ত আতপ ধানের দাম রয়েছে বাজেরে। আর অল্প কয়েক দিনের মধ্যেই শুরু হবে এ ধান কাটা। হতাশার মধ্যেও এ নিয়ে অনেক আশায় বুক বাঁধছেন তারা।

উপজেলা কষি কর্মকর্তা কৃষিবীদ অরুণ চন্দ্র রায় বলছেন, উপজেলার ১০টি ইউনিয়নে এবার ৯ হাজার ৬ শ হেক্টর জমিতে চিনি আতপ ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু চাষীরা আবাদ করেছেন, ১০ হাজার ৩’শ হেক্টর জমিতে।

এবার আতপ ধানের ফলনও ভাল হবে বলে আশা করছেন চাষীরা। #

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে আতপ ধান চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে

প্রকাশের সময় : ০৭:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৬ নভেম্বর ২০১৯ :

সারাদেশের চাষীরা যখন তাদের উৎপাদিত ধানের দাম না পেয়ে দিশেহারা, ধান চাষ একদম ছেড়েই দেয়ার যোগাড়, ঠিক তখনই উপজেলার প্রান্তিক চাষীদের মনে দোল দিয়ে যাচ্ছে আতপ ধানের সোনালী শিষ।

এর কারণ এখন পর্যণ্ত আতপ ধানের দাম রয়েছে বাজেরে। আর অল্প কয়েক দিনের মধ্যেই শুরু হবে এ ধান কাটা। হতাশার মধ্যেও এ নিয়ে অনেক আশায় বুক বাঁধছেন তারা।

উপজেলা কষি কর্মকর্তা কৃষিবীদ অরুণ চন্দ্র রায় বলছেন, উপজেলার ১০টি ইউনিয়নে এবার ৯ হাজার ৬ শ হেক্টর জমিতে চিনি আতপ ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু চাষীরা আবাদ করেছেন, ১০ হাজার ৩’শ হেক্টর জমিতে।

এবার আতপ ধানের ফলনও ভাল হবে বলে আশা করছেন চাষীরা। #