মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৬ নভেম্বর ২০১৯ :
সারাদেশের চাষীরা যখন তাদের উৎপাদিত ধানের দাম না পেয়ে দিশেহারা, ধান চাষ একদম ছেড়েই দেয়ার যোগাড়, ঠিক তখনই উপজেলার প্রান্তিক চাষীদের মনে দোল দিয়ে যাচ্ছে আতপ ধানের সোনালী শিষ।
এর কারণ এখন পর্যণ্ত আতপ ধানের দাম রয়েছে বাজেরে। আর অল্প কয়েক দিনের মধ্যেই শুরু হবে এ ধান কাটা। হতাশার মধ্যেও এ নিয়ে অনেক আশায় বুক বাঁধছেন তারা।
উপজেলা কষি কর্মকর্তা কৃষিবীদ অরুণ চন্দ্র রায় বলছেন, উপজেলার ১০টি ইউনিয়নে এবার ৯ হাজার ৬ শ হেক্টর জমিতে চিনি আতপ ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু চাষীরা আবাদ করেছেন, ১০ হাজার ৩’শ হেক্টর জমিতে।
এবার আতপ ধানের ফলনও ভাল হবে বলে আশা করছেন চাষীরা। #