নওগাঁ ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান পারভীন আক্তারের ছাদবাগান<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১০ আগষ্ট ২০২১ :

নওগাঁ সদর উপজেলা পরিষদের নির্বাচিত সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি, সফল নারী উদ্যোক্তা ও সমাজ সেবক, প্রধানমন্ত্রীর পুরস্কারপ্রাপ্ত জয়ীতা পারভীন আক্তার এবার আলোচনায় এসেছেন তার ছাদবাগান নিয়ে। সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া মুন্সিপাড়া মহল্লায় তার বাসার ছাদে গড়ে তুলেছেন মিনি কৃষি খামার। ছাদে টব ও ড্রামে লাগিয়েছেন নানা জাতের ফুল, ফল, সবজি ও ঔষধি গাছ।

ইট পাথরের এই ছোট্ট শহরে সবুজ গাছের ছোঁয়ার অভাব খুব অনুভব করছিলেন পারভীন আক্তার। পেশাগত কাজ ও রাজনীতির পাশাপাশি প্রকৃতি ও গাছের প্রতি অন্যরকম এক ভালোলাগা ও ভালোবাসা থেকে বাসার ছাদে গড়ে তুলেছেন ছাদবাগান।

২০১৮ সালের শুরুর দিকে পরিবারের সদস্যদের সহায়তায় তিনি বাজার থেকে কিছু গাছের চারা কিনে বাসার ছাদে লাগান। এরপর বিভিন্ন সময় সবজি, ফল, ফুল ও ঔষধি গাছের চারা কিনে টবে ও ড্রামে লাগিয়েছেন। বর্তমানে তার ছাদে ৩০ প্রাতির নানা জাতের গাছ শোভা পাচ্ছে। এরমধ্যে আছে ১০ জাতের ফল, ৫ জাতের ঔষধি, ৫ জাতের ফুল ও ১০ জাতের সবজি। আছে আম, লিচু, মাল্টা, সজিনা, কামরাঙ্গা, আমড়া, পেঁপে, বড়ই, পেয়ারা, মরিচ, লাউ, হরিতকি, অ্যালোভেরা, গোলাপ ফুল, গাঁদা ফুল, বিদেশি ঝাউগাছ, জবা ফুলসহ নানা জাতের গাছ। এছাড়া শীতের মৌসুমে শিম, কপি ও বাঁধাকপি চাষ করে থাকেন। পরিবারের সদস্যরা পরিচর্চার পাশপাশি তিনি নিজেও পরিচর্চা করেন।

২০১৯ সালে যুব উন্নয়ন পুরস্কারে ভূষিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন। সমাজের পিছিয়ে পড়া নারীদের বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার ক্ষেত্রে ভূমিকা রাখায় একই বছরের শেষের দিকে বিভাগীয় নারী জয়ীতা হিসেবে প্রথম স্থান অর্জন করেন।

পারভীন আক্তারের প্রবিবেশী ফেরদৌসি আরা, আঞ্জুমান আরা বেগম ও ফরিদা বেগম বলেন, গত কয়েক বছর থেকে দেখে আসছি পারভীন আপা তার বাসার ছাদে টবে শাক-সবজিসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে পরিচর্চা করছেন। নিজেদের চাহিদা মিটিয়ে প্রতিবেশীদের দিয়ে থাকেন। আমাদের অনেকেই এখন ছাদ বাগান করার আগ্রহ দেখাচ্ছেন। যেখানে নিজের চাহিদা মেটানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে।

পারভীন আক্তারের স্বামী ব্যাংকার আব্দুল কুদ্দুস বলেন, ‘শুরুর দিকে পারভীন পরিকল্পনা করেন ছাদে গাছ লাগাবেন। বাজার থেকে গাছের চারা এবং চারা লাগানোর উপকরণ কিনে দেই। বিভিন্ন সময় সে নিজেই অনেক জাতের গাছের চারা বাজার থেকে সংগ্রহ করেছে। আমি যখন সময় পাই গাছগুলোর পরিচর্চা করি।’

সফল নারী উদ্যোক্তা পারভীন আক্তার বলেন, ‘ইট পাথরের এই শহরে জায়গার বড়ই অভাব। আমাদের অধিকাংশ মানুষের বাসার ছাদ ফাঁকাই পড়ে থাকে। আর ছাদকে প্রাকৃতিক পরিবেশ রূপ দিতে ২০১৮ সালে গাছ লাগানোর পরিকল্পনা থেকে ছাদ বাগান করা। ১৩০ বর্গমিটারের ছাদে ফুল, ফল, ঔষধি জাতের গাছ আছে। গাছ ও গাছ লাগানোর উপকরণসহ বিভিন্ন সরঞ্জাম কিনতে ৩০ থেকে ৪০ হাজার টাকার মতো খরচ হয়েছে।’
তিনি বলেন, ‘গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের ফল ও ফুল পেয়ে থাকি। গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। কৃষি কর্মকর্তার কাছ থেকে গাছের পরিচর্চা বিষয়ে পরামর্শ নিয়ে থাকি। ছাদ বাগান থেকে উৎপাদিত ফল ও সবজি নিজেদের চাহিদা মিটিয়ে আত্মীয়-স্বজন, প্রতিবেশীদেরও বিতরণ করি।’

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ সামশুল ওয়াদুদ বলেন, ‘পারভীন আক্তারের বাসার ছাদে বিভিন্ন জাতের ফুল, ফল ও সবজি গাছের চারা দিয়ে অসাধারণ এক ছাদ বাগান করেছেন। এই ছাদ বাগান দেখে অনেকেই অনুপ্রাণীত হয়ে এমন উদ্যোগ গ্রহণ করবেন। ছাদ বাগান বা ছাদ কৃষি করে যেমন নিজেদের পুষ্টির চাহিদা মেটানো সম্ভব সেই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা যায়। তবে ছাদ বাগানের ক্ষেত্রে পানি যেন জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ছাদ বাগান বিষয়ে কেউ পরামর্শ চাইলে তাকে সার্বিকভাবে সহযোগীতা করা হবে। প্রয়োজন কৃষি অফিসের টিম বাসার ছাদে গিয়ে পরামর্শ দিয়ে আসবে।’#

আপলোডকারীর তথ্য

নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান পারভীন আক্তারের ছাদবাগান<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৮:১৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১০ আগষ্ট ২০২১ :

নওগাঁ সদর উপজেলা পরিষদের নির্বাচিত সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি, সফল নারী উদ্যোক্তা ও সমাজ সেবক, প্রধানমন্ত্রীর পুরস্কারপ্রাপ্ত জয়ীতা পারভীন আক্তার এবার আলোচনায় এসেছেন তার ছাদবাগান নিয়ে। সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া মুন্সিপাড়া মহল্লায় তার বাসার ছাদে গড়ে তুলেছেন মিনি কৃষি খামার। ছাদে টব ও ড্রামে লাগিয়েছেন নানা জাতের ফুল, ফল, সবজি ও ঔষধি গাছ।

ইট পাথরের এই ছোট্ট শহরে সবুজ গাছের ছোঁয়ার অভাব খুব অনুভব করছিলেন পারভীন আক্তার। পেশাগত কাজ ও রাজনীতির পাশাপাশি প্রকৃতি ও গাছের প্রতি অন্যরকম এক ভালোলাগা ও ভালোবাসা থেকে বাসার ছাদে গড়ে তুলেছেন ছাদবাগান।

২০১৮ সালের শুরুর দিকে পরিবারের সদস্যদের সহায়তায় তিনি বাজার থেকে কিছু গাছের চারা কিনে বাসার ছাদে লাগান। এরপর বিভিন্ন সময় সবজি, ফল, ফুল ও ঔষধি গাছের চারা কিনে টবে ও ড্রামে লাগিয়েছেন। বর্তমানে তার ছাদে ৩০ প্রাতির নানা জাতের গাছ শোভা পাচ্ছে। এরমধ্যে আছে ১০ জাতের ফল, ৫ জাতের ঔষধি, ৫ জাতের ফুল ও ১০ জাতের সবজি। আছে আম, লিচু, মাল্টা, সজিনা, কামরাঙ্গা, আমড়া, পেঁপে, বড়ই, পেয়ারা, মরিচ, লাউ, হরিতকি, অ্যালোভেরা, গোলাপ ফুল, গাঁদা ফুল, বিদেশি ঝাউগাছ, জবা ফুলসহ নানা জাতের গাছ। এছাড়া শীতের মৌসুমে শিম, কপি ও বাঁধাকপি চাষ করে থাকেন। পরিবারের সদস্যরা পরিচর্চার পাশপাশি তিনি নিজেও পরিচর্চা করেন।

২০১৯ সালে যুব উন্নয়ন পুরস্কারে ভূষিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন। সমাজের পিছিয়ে পড়া নারীদের বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার ক্ষেত্রে ভূমিকা রাখায় একই বছরের শেষের দিকে বিভাগীয় নারী জয়ীতা হিসেবে প্রথম স্থান অর্জন করেন।

পারভীন আক্তারের প্রবিবেশী ফেরদৌসি আরা, আঞ্জুমান আরা বেগম ও ফরিদা বেগম বলেন, গত কয়েক বছর থেকে দেখে আসছি পারভীন আপা তার বাসার ছাদে টবে শাক-সবজিসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে পরিচর্চা করছেন। নিজেদের চাহিদা মিটিয়ে প্রতিবেশীদের দিয়ে থাকেন। আমাদের অনেকেই এখন ছাদ বাগান করার আগ্রহ দেখাচ্ছেন। যেখানে নিজের চাহিদা মেটানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে।

পারভীন আক্তারের স্বামী ব্যাংকার আব্দুল কুদ্দুস বলেন, ‘শুরুর দিকে পারভীন পরিকল্পনা করেন ছাদে গাছ লাগাবেন। বাজার থেকে গাছের চারা এবং চারা লাগানোর উপকরণ কিনে দেই। বিভিন্ন সময় সে নিজেই অনেক জাতের গাছের চারা বাজার থেকে সংগ্রহ করেছে। আমি যখন সময় পাই গাছগুলোর পরিচর্চা করি।’

সফল নারী উদ্যোক্তা পারভীন আক্তার বলেন, ‘ইট পাথরের এই শহরে জায়গার বড়ই অভাব। আমাদের অধিকাংশ মানুষের বাসার ছাদ ফাঁকাই পড়ে থাকে। আর ছাদকে প্রাকৃতিক পরিবেশ রূপ দিতে ২০১৮ সালে গাছ লাগানোর পরিকল্পনা থেকে ছাদ বাগান করা। ১৩০ বর্গমিটারের ছাদে ফুল, ফল, ঔষধি জাতের গাছ আছে। গাছ ও গাছ লাগানোর উপকরণসহ বিভিন্ন সরঞ্জাম কিনতে ৩০ থেকে ৪০ হাজার টাকার মতো খরচ হয়েছে।’
তিনি বলেন, ‘গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের ফল ও ফুল পেয়ে থাকি। গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। কৃষি কর্মকর্তার কাছ থেকে গাছের পরিচর্চা বিষয়ে পরামর্শ নিয়ে থাকি। ছাদ বাগান থেকে উৎপাদিত ফল ও সবজি নিজেদের চাহিদা মিটিয়ে আত্মীয়-স্বজন, প্রতিবেশীদেরও বিতরণ করি।’

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ সামশুল ওয়াদুদ বলেন, ‘পারভীন আক্তারের বাসার ছাদে বিভিন্ন জাতের ফুল, ফল ও সবজি গাছের চারা দিয়ে অসাধারণ এক ছাদ বাগান করেছেন। এই ছাদ বাগান দেখে অনেকেই অনুপ্রাণীত হয়ে এমন উদ্যোগ গ্রহণ করবেন। ছাদ বাগান বা ছাদ কৃষি করে যেমন নিজেদের পুষ্টির চাহিদা মেটানো সম্ভব সেই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা যায়। তবে ছাদ বাগানের ক্ষেত্রে পানি যেন জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ছাদ বাগান বিষয়ে কেউ পরামর্শ চাইলে তাকে সার্বিকভাবে সহযোগীতা করা হবে। প্রয়োজন কৃষি অফিসের টিম বাসার ছাদে গিয়ে পরামর্শ দিয়ে আসবে।’#