
পরীক্ষামূলক সম্প্রচার :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান পারভীন আক্তারের ছাদবাগান<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ০৮:১৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- ১০৮৭

সফল নারী উদ্যোক্তা পারভীন আক্তার বলেন, ‘ইট পাথরের এই শহরে জায়গার বড়ই অভাব। আমাদের অধিকাংশ মানুষের বাসার ছাদ ফাঁকাই পড়ে থাকে। আর ছাদকে প্রাকৃতিক পরিবেশ রূপ দিতে ২০১৮ সালে গাছ লাগানোর পরিকল্পনা থেকে ছাদ বাগান করা। ১৩০ বর্গমিটারের ছাদে ফুল, ফল, ঔষধি জাতের গাছ আছে। গাছ ও গাছ লাগানোর উপকরণসহ বিভিন্ন সরঞ্জাম কিনতে ৩০ থেকে ৪০ হাজার টাকার মতো খরচ হয়েছে।’
সর্বোচ্চ পঠিত