নওগাঁ ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

বদলগাছীতে সরকারি কাজে নিম্নমানের ইট : নির্মাণকাজ বন্ধ করলেন ইউএনও<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৬ আগষ্ট ২০২১ :

নওগাঁ বদলগাছী উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে একটি সরকারী ভবন নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ইউএনও ওই ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেন।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তায় নিয়োজিত ১৫ জন সসস্ত্র আনসার সদস্যের আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। এজন্য ব্যয় হবে ১৪ লাখ ৭৪ হাজার টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান এম, আর ট্রেডার্স কাজটি পেয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের অর্ধেকের বেশি নির্মাণকাজ শেষ হয়েছে। নির্মাণের বেশ কিছু অংশে ২ নম্বর ইট ব্যবহার করা হয়েছে।

জানতে চাইলে এম আর ট্রেডার্সের সত্বাধিকারী রকিবুল ইসলাম ২ নম্বর ইট ব্যবহারের সত্যতা স্বীকার করে বলেন, ইট ভাটার মালিক ১ নম্বর ইটের টাকা নিয়েও ভূল করে ২ নম্বর ইট দিয়েছে।

উপজেলা প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, ‘বিষয়টি সরেজমিনে দেখে নিম্নমানের ইট সরানোর ব্যবস্থা করছি।’

উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন, ‘এই উপজেলায় কোনো প্রকার নিম্নমানের কাজ করতে দেওয়া হবে না। আমি তাৎক্ষণিক ঠিকাদারকে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি এবং ইঞ্জিনিয়ারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছি।’#

আপলোডকারীর তথ্য

বদলগাছীতে সরকারি কাজে নিম্নমানের ইট : নির্মাণকাজ বন্ধ করলেন ইউএনও<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৯:২৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৬ আগষ্ট ২০২১ :

নওগাঁ বদলগাছী উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে একটি সরকারী ভবন নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ইউএনও ওই ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেন।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তায় নিয়োজিত ১৫ জন সসস্ত্র আনসার সদস্যের আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। এজন্য ব্যয় হবে ১৪ লাখ ৭৪ হাজার টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান এম, আর ট্রেডার্স কাজটি পেয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের অর্ধেকের বেশি নির্মাণকাজ শেষ হয়েছে। নির্মাণের বেশ কিছু অংশে ২ নম্বর ইট ব্যবহার করা হয়েছে।

জানতে চাইলে এম আর ট্রেডার্সের সত্বাধিকারী রকিবুল ইসলাম ২ নম্বর ইট ব্যবহারের সত্যতা স্বীকার করে বলেন, ইট ভাটার মালিক ১ নম্বর ইটের টাকা নিয়েও ভূল করে ২ নম্বর ইট দিয়েছে।

উপজেলা প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, ‘বিষয়টি সরেজমিনে দেখে নিম্নমানের ইট সরানোর ব্যবস্থা করছি।’

উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন, ‘এই উপজেলায় কোনো প্রকার নিম্নমানের কাজ করতে দেওয়া হবে না। আমি তাৎক্ষণিক ঠিকাদারকে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি এবং ইঞ্জিনিয়ারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছি।’#