মঙ্গলবার (৩ আগষ্ট) বিকেলে নওগাঁ জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে করোনা প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসহায়তা বিতরণ করা হয়।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদও উপজেলার নাপিত, চটপটি/ফুসকা দোকানি, ব্রয়লার শ্রমিক, বাবর্চি, রবিদাস (মুচি), ফুল শ্রমিক ও করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সৎকারকারীদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন।
নওগাঁ-৫ (সদর) আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, পুলিশ সুপার প্রকৌশলী মো: আব্দুল মান্নান মিয়া বিপিএম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মো: হারুন-অর-রশীদ এতে সভাপতিত্ব করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি চাল, এক কেজি করে ডাল, লবন, এক লিটার তেল ও একটি করে সাবান।#