মহাদেবপুর দর্পণ, তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ), ১৫ নভেম্বর ২০১৯ :
খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার তার নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ করে বলেছেন, ১০ বছরে এতো উন্নয়ন করে কেন ভোট কমলো! আপনাদের কাঠগড়ায় দাঁড় করালাম।
তিনি বলেন, ২০০৮ সালে কোন কাজ না করে ৭৭ হাজার ভোটের ব্যবধানে আমি জয়লাভ করেছিলাম। ২০১৪ সালে ভোট করতে হয় নাই। ১০ বছরে এমন কোন উন্নয়ন নাই যা আমি করি নাই। রাত দিন খেয়ে না খেয়ে আপনাদের জন্য পরিশ্রম করছি। অথচ ২০১৮ সালে মাত্র ৪৭ হাজার ভোটে জয়লাভ করেছি। এটাকে আমি জয়লাভ বলবো না, নৈতিক পরাজয়।
তিনি আক্ষেপ করে বলেন, মাত্র ৩ দিনের প্রার্থী ১ ল ৩৫ হাজার ভোট পায় কি করে!
মন্ত্রী গত বৃহ্পতিবার দুপুরে তার নির্বাচনী এলাকা নওগাঁর নিয়ামতপুর উপজেলার রামকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।
মন্ত্রী বলেন, দিনে নৌকা আর রাতে ধানের শীষ, এমন নেতাকর্মীর আমার দরকার নাই। আমার নির্বাচনী এলাকার একটিও রাস্তা কাঁচা থাকলে আমি আপনাদের কাছে আর ভোট চাইতে আসবো না।
তিনি বলেন, আগামী নির্বাচনের আগেই সকল রাস্তা পাকা হবে। প্রত্যেক গ্রাম বিদ্যুতায়ন হবে। প্রত্যেক মহল্লায় বিশুদ্ধ খাবার পানির জন্য সাবমার্সিবল পাম্প হবে।
তিনি বলেন, আমরা এই প্রথম আমন ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি। সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৬ ল মেট্রিক টন ধান ক্রয় করা হবে। ইতিমধ্যে কৃষি বিভাগকে প্রকৃত কৃষকদের তালিকা করতে বলা হয়েছে। তিনি বলেন, যারা আমন ধান দিবেন তারা বোরো ধান সরকারী গুদামে বিক্রয় করতে পারবেন না।
শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু এতে সভাপতিত্ব করেন।
সমাবেশে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংরতি মহিলা আসনের এমপি শাহীন মনোয়ারা হক, সাংগঠনিক সম্পাদক বিভাষ চন্দ্র মজুমদার গোপাল, কোষাধ্য আব্দুল খালেক, উপ-প্রচার সম্পাদক রনজিত সরকার, সদস্য আবেদ হোসেন মিলন, বাবু বিমান সাহা প্রমুখ এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খালেকুজ্জামান তোতা, বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বাবুল, সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব ওবাইদুল হক, সাধারণ সম্পাদক উৎপল কুমার পিন্টু, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক প্রমুখ।
সম্মেলন শেষে প্রধান অতিথি আজাহারুল ইসলাম বুলুকে সভাপতি ও আবুল কালাম আজাদ জিএমকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য নতুন ইউনিয়ন কমিটি ঘোষণা করেন।
বিকেল ৩ টায় বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজ মাঠে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশীদ মামুন এতে সভাপতিত্ব করেন।
সম্মেলনে পুনরায় মামুনুর রশীদ মামুনকে সভাপতি ও নারায়ন চন্দ্র প্রামানিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। #