নওগাঁ ০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নিয়ামতপুরে গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনায় দেবর-জা ও শ্বশুড়ের বিরুদ্ধে মামলা<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, নাহিদ হাসান, নিয়ামতপুর (নওগাঁ), ৬ অক্টোবর ২০২৩ :

নওগাঁর নিয়ামতপুরে শ্রীমতি মুক্তি রাণী (২৫) এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার দেবর-জা ও শ্বশুড়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে নিহত গৃহবধূর বাবা উপজেলার হাজীনগর ইউনিয়নের হাসুডাঙ্গা গ্রামের অনাথ মালিক বাদী হয়ে নিয়ামতপুর থানায় মামলাটি দায়ের করেন। নিহত মুক্তিরাণী ওই গ্রামের শ্রী বিপ্লবের স্ত্রী।

মামলা সূত্রে প্রকাশ, ১১ বছর আগে মুক্তির বিয়ে হয়। বিয়ের পর থেকেই সামান্য বিষয় নিয়ে দেবর সুফল মালি (২৮), তার স্ত্রী শ্রীমতী অর্চনা রানী (২৪) ও শ্বশুড় বলাই মালির (৭৫) সাথে বিবাদ লেগেই থাকতো। এনিয়ে গ্রামে একাধিকবার শালিস হয়। বিপ্লব তাদের বিরোধ থেকে বাঁচতে বাড়ির মাঝখানে টিনের বেড়া দিয়ে আলাদা সংসার পাতে। কিন্তু তাতেও থামেনি তাদের মানষিক অত্যাচার। গত বৃহস্পতিবার বিকেলে মুক্তি রানীর চরিত্র নিয়ে গালিগালাজ করলে নিজ তিনি বিষপান করেন। তার স্বামী বিপ্লব জানতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাত ৯ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তাদের ৯ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

নিহত মুক্তি রাণীর বাবা জানান, প্রতিপক্ষরা তার মেয়েকে মানষিক নির্যাতন করে আত্মহত্যা করতে বাধ্য করেছে।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

নিয়ামতপুরে গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনায় দেবর-জা ও শ্বশুড়ের বিরুদ্ধে মামলা<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১১:২১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

মহাদেবপুর দর্পণ, নাহিদ হাসান, নিয়ামতপুর (নওগাঁ), ৬ অক্টোবর ২০২৩ :

নওগাঁর নিয়ামতপুরে শ্রীমতি মুক্তি রাণী (২৫) এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার দেবর-জা ও শ্বশুড়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে নিহত গৃহবধূর বাবা উপজেলার হাজীনগর ইউনিয়নের হাসুডাঙ্গা গ্রামের অনাথ মালিক বাদী হয়ে নিয়ামতপুর থানায় মামলাটি দায়ের করেন। নিহত মুক্তিরাণী ওই গ্রামের শ্রী বিপ্লবের স্ত্রী।

মামলা সূত্রে প্রকাশ, ১১ বছর আগে মুক্তির বিয়ে হয়। বিয়ের পর থেকেই সামান্য বিষয় নিয়ে দেবর সুফল মালি (২৮), তার স্ত্রী শ্রীমতী অর্চনা রানী (২৪) ও শ্বশুড় বলাই মালির (৭৫) সাথে বিবাদ লেগেই থাকতো। এনিয়ে গ্রামে একাধিকবার শালিস হয়। বিপ্লব তাদের বিরোধ থেকে বাঁচতে বাড়ির মাঝখানে টিনের বেড়া দিয়ে আলাদা সংসার পাতে। কিন্তু তাতেও থামেনি তাদের মানষিক অত্যাচার। গত বৃহস্পতিবার বিকেলে মুক্তি রানীর চরিত্র নিয়ে গালিগালাজ করলে নিজ তিনি বিষপান করেন। তার স্বামী বিপ্লব জানতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাত ৯ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তাদের ৯ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

নিহত মুক্তি রাণীর বাবা জানান, প্রতিপক্ষরা তার মেয়েকে মানষিক নির্যাতন করে আত্মহত্যা করতে বাধ্য করেছে।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।