নওগাঁয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিম্ন আয়ের অটোরিক্সা শ্রমিক, টিউবওয়েল মিস্ত্রী, সেনেট্যারী মিস্ত্রী ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২ আগষ্ট) বিকেলে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নওগাঁ-৫ (সদর) আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলির জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫৫ জনের প্রত্যেকের মধ্যে ১০ কেজি করে চাল, এক কেজি ডাল, এক কেজি লবন, এক লিটার তেল, ও একটি করে সাবান বিতরণ করেন।
নওগাঁ জেলা প্রশাসক মোর হারুন-অর-রশীদ এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, সদর উপজেলার প্রকল্প বাস্তবাযন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ এতে উপস্থিত ছিলেন।#