
পরীক্ষামূলক সম্প্রচার :
নওগাঁয় শুরু হয়েছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ১০:০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- ১০৫৫

সকাল থেকেই জেলা সদরের দোকানপাট, অফিস আদালত, বিপনী বিতান বন্ধ রয়েছে। কিছু কিছু ব্যাটারী চালিত অটোচার্জার, চার্জার ভ্যান চলাচল করতে দেখা গেছে। যারা অযথা বাড়ির বাইওে এসেছেন তাদেরকে পড়তে হয়েছে পুলিশি জেরার মুখে।
শহরের তাজের মোড়ে পথচারী রুবেল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, ‘আমার ছোট ছেলে খুব অসুস্থ। তাই ব্যাধ্য হয়ে ওষুধ নিতে এসেছি। এসে দেখি রাস্তাঘাট ফাঁকা। ওষুধ নিয়েই বাড়ি ফিরে যাব।’
রুবির মোড়ে রিকসা চালক মো: মুন্টু মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, ‘বাপো পেটের দায়ে রাস্তাত বের হচি। গরীব মানুষ রিকসা না চালালে খামু কি। ভয়ও লাগিচ্ছে যদি পুলিশ ধরে। তারপরও অনেকে তো জরুরী কামোত বের হয়। তারকোক রিকসাত লিচ্ছি। তো ভাড়া বেশি মারবার পারিচ্ছিনা বাপো। যেডাই হয় সেডাই লিয়া সন্ধ্যাত বাড়িত যামু ।’
সর্বোচ্চ পঠিত