নওগাঁ ১০:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

ধামইরহাটে ফিরোজ-দোলা দম্পতির খাদ্যসামগ্রী বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ১৯ জুলাই ২০২১ :

সোমবার (১৯ জুলাই) বেলা ১১ টায় নওগাঁর ধামইরহাট উপজেলার ধামইরহাট সরকারী এম, এম, ডিগ্রী কলেজ মাঠে ধামইরহাটের প্রয়াত দলিল লেখক শফিউদ্দিনের ছেলে আমেরিকা প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেন ও তার স্ত্রী দেলোয়ারা ফিরোজ দোলার উদ্যোগে মসজিদ, মাদরাসা ও এতিমখানায় অনুদানের চেক এবং করোনায় কর্মহীন দু:স্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

তাদের পক্ষে ছোটভাই মো: ফরিদুল ইসলাম ও রুহেল আহম্মেদ উপজেলার তিনটি মসজিদ, একটি মাদরাসা ও এতিমখানায় ৮০ হাজার টাকার অনুদানের চেক এবং ১৬০ দু:স্থ পরিবারের সদস্যদের মধ্যে চাল, ডাল, পিয়াজ, তেল, লবন ও সাবান বিতরণ করেন।

এসময় ধামইরহাট প্রেসক্লাব সভাপতি আব্দুল আজিজ, সাবেক সভাপতি মোজাম্মেল হক, প্রভাষক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু মুসা স্বপন, সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মেহেদী হাসান, সাংবাদিক হারুন আল রশিদ, সাংবাদিক শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সোহেল হোসেন, উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।#

আপলোডকারীর তথ্য

ধামইরহাটে ফিরোজ-দোলা দম্পতির খাদ্যসামগ্রী বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ১৯ জুলাই ২০২১ :

সোমবার (১৯ জুলাই) বেলা ১১ টায় নওগাঁর ধামইরহাট উপজেলার ধামইরহাট সরকারী এম, এম, ডিগ্রী কলেজ মাঠে ধামইরহাটের প্রয়াত দলিল লেখক শফিউদ্দিনের ছেলে আমেরিকা প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেন ও তার স্ত্রী দেলোয়ারা ফিরোজ দোলার উদ্যোগে মসজিদ, মাদরাসা ও এতিমখানায় অনুদানের চেক এবং করোনায় কর্মহীন দু:স্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

তাদের পক্ষে ছোটভাই মো: ফরিদুল ইসলাম ও রুহেল আহম্মেদ উপজেলার তিনটি মসজিদ, একটি মাদরাসা ও এতিমখানায় ৮০ হাজার টাকার অনুদানের চেক এবং ১৬০ দু:স্থ পরিবারের সদস্যদের মধ্যে চাল, ডাল, পিয়াজ, তেল, লবন ও সাবান বিতরণ করেন।

এসময় ধামইরহাট প্রেসক্লাব সভাপতি আব্দুল আজিজ, সাবেক সভাপতি মোজাম্মেল হক, প্রভাষক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু মুসা স্বপন, সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মেহেদী হাসান, সাংবাদিক হারুন আল রশিদ, সাংবাদিক শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সোহেল হোসেন, উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।#