প্রকাশের সময় :
০৩:৩৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
৯৭৪
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৪ জুলাই ২০২১ :
মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নওগাঁ জেলায় নতুন করে ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদের মধ্যে রয়েছেন মহাদেবপুর, মান্দা, আত্রাই ও সাপাহার উপজেলায় পাঁচজন করে, নওগাঁ সদর, রাণীনগর ও পোরশা উপজেলায় তিনজন করে, বদলগাছি ও নিয়ামতপুর উপজেলায় দুইজন করে এবং পত্নীতলা উপজেলায় একজন। এসময় সুস্থ হয়েছেন ৬৭ জন।
এনিয়ে এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হলো পাঁচ হাজার ৩৪৮। এর মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৪২৮ জন। আর মারা গেছেন ১০৭ জন।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাব এবং নওগাঁ সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৭৯ জনের নমুনা পরীক্ষা করে এই ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ১৮ শতাংশ।#