প্রকাশের সময় :
০১:৫১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
১০২৬
Spread the love
মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ২ জুলাই ২০২১ :
নওগাঁয় করোনা প্রতিরোধে সরকার ঘোষিত দ্বিতীয় দিন শুক্রবার (২ জুলাই) সর্বাত্মক লকডাউন পালিত হয়েছে। সকাল থেকে জেলা শহরের লকডাউনের আওতাভুক্ত সকল দোকানপাট, যন্ত্রচালিত যানবাহন বন্ধ রয়েছে। জেলায় গত ২৪ ঘন্টায় লকডাউন না মেনে অযথা বাইরে আসায় এবং ঘোরাঘুরি করায় ২০৬ জনের ৮৬ হাজার ৩৩০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
লকডাউন বাস্তবায়নে শুক্রবার সকাল থেকে নওগাঁর ১১টি উপজেলায় সেনাবাহিনী, বিজিবি, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। জেলা শহরের প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড়সমুহে কড়া পুলিশী পাহারার ব্যবস্থা করা হয়েছে। শহরের বিভিন্ন মোড়ে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে।
বৃষ্টির দিনেও বিভিন্ন অজুহাতে সকাল থেকে অযথা রাস্তাঘাটে মানুষ চলাচল করছেন। অনেককেই প্রয়োজনে পায়ে হেঁটে ও বাইসাইকেল চালিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। দুই একটি রিকশা-ভ্যান, জরুরি পরিষেবার যানবাহন ছাড়া বন্ধ রয়েছে সকল ধরনের ইঞ্জিনচালিত যানবাহন। যারা অযথা রাস্তাঘাটে চলাচল করছেন তাদের পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে। বন্ধ আছে সকল ধরনের দোকানপাট, শপিংমল ও বিপনী বিতান।
নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ জানান, প্রশাসন লকডাউন বাস্তবায়নে বদ্ধ পরিকর। এব্যাপারে তিনি সকলকে সচেতন হবার আহ্বান জানান।#