প্রকাশের সময় :
০৯:৩৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
১৩১৩
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১ জুলাই ২০২১ :
অবশেষে নওগাঁ সদর হাসপাতালে রোগীরা লিকুইড অক্সিজেন সেবা পেতে শুরু করেছেন। বুধবার (৩০ জুন) সন্ধ্যা থেকে এ সেবা চালু হয়েছে। এই হাসপাতালে একসঙ্গে ৯৫ জন রোগীকে প্রয়োজনীয় অক্সিজেন দেয়া যাবে। গত ২৮ জুন ট্যাংকে লিকুইড অক্সিজেন ভর্তি করা হয়।
গত ৩০ এপ্রিল নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য দুটি শয্যা ও তিনটি ন্যাজাল ক্যানোলা এসেছে। এর সঙ্গে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় আইসিইউ চালু করা সম্ভব হয়নি। সদর হাসপাতালের নতুন ভবনের নিচের তলায় করোনা ইউনিট চালু করা হয়েছে। যেখানে ৩০ টি বেড রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা রোগীসহ অন্যান্য জরুরি রোগীদের জন্য লিকুইড অক্সিজেন সরবরাহ প্রয়োজন। হাসপাতালে লিকুইড অক্সিজেন সরবরাহের জন্য ট্যাংক ও যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ হলেও বিস্ফোরক দ্রব্যের লাইসেন্স না থাকায় লিকুইড অক্সিজেন চালু করা সম্ভব হচ্ছিল না। এর আগে জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু হয়। এসব কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ কেন্দ্রের মাধ্যমে এক সঙ্গে ৩০ জন করে রোগীকে প্রয়োজনীয় অক্সিজেন দেয়া সম্ভব।
নওগাঁ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ বলেন,‘বুধবার সন্ধ্যা থেকে অক্সিজেন চালু হয়েছে। রোগীরা এরইমধ্যে সেবা পেতে শুরু করেছে। ট্যাংকে লিকুইড অক্সিজেনের ধারণক্ষমতা ৬ হাজার লিটার। যেখানে ৯৫টি লাইনে অক্সিজেন সংযোগ দেয়া হয়েছে।’
তিনি বলেন,‘বিস্ফোরক দ্রব্যের লাইসেন্স না থাকায় লিকুইড অক্সিজেন চালু করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি সমাধান হওয়ার পর লিকুইড অক্সিজেন চালু করা সম্ভব হয়েছে।’#