
মহাদেবপুর দর্পণ, রওশন জাহান, নওগাঁ, ৫ নভেম্বর ২০১৯ :
সোমবার বেলা ১১ টায় নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি সভাপতি আলহাজ্ব মোল্লা মো: এমদাদুল হক এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন।
সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কশব ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তছির উদ্দিন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, অর্থ বিষয়ক সম্পাদক আবদুল খালেক, জেলা সদস্য বিমান সাহা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল লতিফ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিভাষ মজুমদার গোপাল।
শেষে সর্বসম্মতিক্রমে ফজলুর রহমানকে সভাপতি ও আবদুল লতিফ মৃধাকে সাধারণ সম্পাদক করে কশব ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়। #
