প্রকাশের সময় :
০৩:১১:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
১০১৮
মহাদেবপুর দর্পণ, মাহবুবুজ্জামান সেতু, স্টাফ রিপোর্টার, মান্দা (নওগাঁ), ১৮ সেপ্টেম্বর ২০২৪ :
নওগাঁর মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের পাঁচ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহতরা হলেন, বান্দাইপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মাহাবুর, নাতী আরিফ হোসেন, আতিকুর রহমান, নাতনী সুবর্ণা আক্তার, ছেলের স্ত্রী রোজিনা আক্তার।
ঘটনাটি ঘটেছে উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বান্দাইপুর গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন।
ভূক্তভোগী রিয়াজ উদ্দিন অভিযোগ করেন যে, মঙ্গলবার বিকেলে উভয় পরিবারের ছোট বাচ্চাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় পার্শ্ববর্তী ফেটগ্রামের প্রতিপক্ষের ফারুক হোসেন, আইয়ুব আলী, নাজমুল হোসেন, সেলিম হেসেন, শাহনাজ বেগম, পারভীন, জাহিদ হাসান, মোস্তাফিজুর রহমান, জসিম উদ্দিন, শিউলী বেগম দেশীয় অস্ত্রে সংঘবদ্ধ হয়ে এসে বাড়ির দরজা ভেঙ্গে অতর্কিতে হামলা চালিয়ে তাদেরকে আহত করেন। এসময় প্রতিপক্ষের লোকজন নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভূগছেন। তারা এ জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেন।
অপরদিকে প্রতিপক্ষের ফারুক হোসেন কলেন, ‘এ ঘটনায় আমার বাবা আইয়ুব আলীও আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।’
মান্দা থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল গনি বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।