
পরীক্ষামূলক সম্প্রচার :
নওগাঁ জেলা প্রশাসকের বিজ্ঞপ্তি : সকল পশুহাট বন্ধ ঘোষণা<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ০৮:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- ১৫৪৩

বিজ্ঞপ্তির নতুন ধারাগুলো হলো,
(গ) পাড়া/মহল্লা ভিত্তিক স্বেচ্ছাসেব টিম গঠনপূর্বক স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
এরআগে যে ১৬ দফা নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারী করা হয়, সেগুলো হলো-
৭। সিএনজি ও অটোসমূহ শুধুমাত্র দুইজন যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারবে।
৯। নওগাঁ জেলায় সকল পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
১১। নওগাঁ জেলাধীন কোন বাড়িতে কোভিড আক্রান্ত রোগী থাকলে উক্ত বাড়ি পুরোপুরি লকডাউন করতে হবে এবং ওই বাড়ির সকল সদস্য লকডাউনে থাকবেন। এক্ষেত্রে এধরনের বাড়ি বড় ষ্টিকার বা পতাকা দ্বারা চিহ্নিত করতে হবে। একই পাড়া/মহল্লায় একাধিক বাড়িতে সংক্রমণ চিহ্নিত হলে উক্ত পাড়া/মহল্লা লকডাউনে থাকবে।
১৪। নওগাঁ জেলাস্থ বাংলাদেশ-ভারত সীমান্তের ৩০০ মিটারের মধ্যে কোন বাংলাদেশী প্রবেশ করতে পারবেন না।
১৬। এ নির্দেশনা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#
সর্বোচ্চ পঠিত